ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

গোলামির চিহ্ন থেকে মুক্তি পেল নৌবাহিনীর পতাকা: মোদী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০২২
গোলামির চিহ্ন থেকে মুক্তি পেল নৌবাহিনীর পতাকা: মোদী ভারতের নৌবাহিনীর নতুন পতাকা

অবশেষে ভারতের নৌবাহিনীর পতাকা থেকে ব্রিটিশ ঔপনিবেশিকতার (জর্জ ক্রস) চিহ্ন তুলে দেওয়া হলো। আজ (শুক্রবার) নৌবাহিনীর নতুন পতাকার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

শুক্রবার (২ সেপ্টেম্বর) ভারতের তৈরি প্রথম বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্ত আনুষ্ঠানিকভাবে জলে ভাসানো হয় এবং এ সময় নৌবাহিনীর নতুন পতাকাও উত্তোলন করা হয়।

ব্রিটিশ শাসনের স্মৃতিবাহী সেন্ট জর্জ ক্রসের চিহ্ন ছিল ভারতীয় নৌবাহিনীর পতাকায়। এবার তা তুলে দিয়ে পতাকায় যুক্ত করা হয়েছে ছত্রপতি শিবাজির রাজমুদ্রার চিহ্ন।

পতাকার উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, এবার গোলামির চিহ্ন থেকে মুক্তি পেল নৌবাহিনীর পতাকা।

১৯৫০ সালের পর থেকে এ নিয়ে চারবার নৌবাহিনীর পতাকার রঙ এবং ধাঁচের পরিবর্তন আনা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০২২
ভিএস/জেডএ

****আরও শক্তিশালী হলো ভারতীয় নৌবাহিনী, পতাকায় পরিবর্তন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।