আগরতলা, (ত্রিপুরা): কংগ্রেস নেতা রাহুল গান্ধীর আহ্বানে পুরো ভারতে ‘ভারত জোড়ো যাত্রা’ শুরু হয়েছে। দলটির উদ্যোগে ত্রিপুরার আগরতলায়ও শুরু হয়েছে এ যাত্রা।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) আগরতলায় বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন করেছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। দলের নেতাকর্মীরা এ যাত্রার অংশ হিসেবে রাজধানীর পোস্ট অফিস চৌমুহনী এলাকার প্রদেশ কংগ্রেস ভবনের সামনে জড়ো হন। এ সময় জাতীয় পতাকা, কংগ্রেসের দলীয় পতাকাসহ শাখা সংগঠনগুলোর পতাকা উত্তোলন করা হয়।
এরপর ভারত জোড়ো যাত্রা শুরু করেন তারা। প্রদেশ কংগ্রেস ভবন প্রাঙ্গণ থেকে র্যালি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফের শুরুর স্থানে এসে যাত্রার শেষ হয়।
এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা, বিধায়ক সুদীপ রায় বর্মণ, অবজারভার সরিতা লাইফরং, আশীষ সাহাসহ অন্যান্য নেতৃবৃন্দ। কর্মসূচিতে যোগ দেয় প্রদেশ কংগ্রেস, সেবাদল, যুব কংগ্রেসসহ শাখা সংগঠনের নেতাকর্মীরা।
র্যালির শুরুতে প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা বলেন, সারা দেশে ভারত জোড়ো যাত্রা শুরু হয়েছে। রাহুল গান্ধী কন্যাকুমারীতে এ কর্মসূচির সূচনা করছেন। আবারও সারা দেশকে এক জায়গায় জুড়ে দেবে কংগ্রেস।
বাংলাদেশ সময় ১৪২০ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০২২
এসসিএন/এমজে