ঢাকা, বৃহস্পতিবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২১ নভেম্বর ২০২৪, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন মর্তুজ আলী

সিনিয়র করেসন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২২
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন মর্তুজ আলী

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হিসেবে পদোন্নতি পেলেন মো. মর্তুজ আলী। এর আগে তিনি কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শন বিভাগ-৭ এর পরিচালক হিসাবে কর্মরত ছিলেন।

ইতোপূর্বে তিনি ব্যাংক পরিদর্শন বিভাগ-৩ (বর্তমানে ব্যাংক পরিদর্শন বিভাগ-২) এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মর্তুজ আলী বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ থেকে এমএসসি.এজি. ইকন ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৯৩ সালে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক হিসেবে যোগদান করেন এবং এখন অবধি ব্যাংকার হিসেবে সাফল্যের সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করছেন।

কৃষি ঋণ বিভাগে সাফল্যের সাথে তাঁর ওপর অর্পিত দায়িত্ব পালন করেন। পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে মর্তুজ আলী মালয়েশিয়া ও শ্রীলংকা ভ্রমণ করেছেন।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২২
জেডএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।