ঢাকা: অবশেষে প্রকাশিত হলো আয়কর আইনের ইংরেজি ভার্সন। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গত ১৬ অক্টোবর SRO No-404-Law/2025 এর মাধ্যমে বাংলা ভাষায় প্রণীত আয়কর আইন-২০২৩ এর Authentic English Text সরকারি গেজেট আকারে প্রকাশ করেছে।
শনিবার (১৮ অক্টোবর) এনবিআরের জনসংযোগ বিভাগ এ তথ্য জানিয়েছে।
আয়কর আইন-২০২৩ প্রণয়নের পর থেকেই বিদেশি বিনিয়োগকারীরা ইংরেজি ভার্সনের দাবি জানিয়ে আসছিলেন। এতদিন শুধুমাত্র বাংলা ভার্সন থাকায় বিদেশি বিনিয়োগকারীরা আইনের সঠিক ব্যাখ্যা ও বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তায় ছিলেন এবং নানা আইনি জটিলতার মুখে পড়তেন।
এনবিআরের ভাষ্য, আয়কর আইনের ইংরেজি ভার্সন বা Authentic English Text সরকারি গেজেটে প্রকাশের ফলে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা আইন সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাবেন। এতে করদাতাদের আস্থা বাড়বে, আইন প্রয়োগে দ্ব্যর্থতা দূর হবে এবং স্বচ্ছতা ও সঠিকতা নিশ্চিত করা সম্ভব হবে।
এদিকে কাস্টমস আইন, ২০২৩ এবং মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর Authentic English Text সরকারি গেজেটে প্রকাশের প্রক্রিয়াও প্রায় শেষ পর্যায়ে রয়েছে। খুব শিগগিরই এই দুটি আইনের ইংরেজি ভার্সন প্রকাশ করা হবে বলে আশা করছে এনবিআর।
জেডএ/এসআইএস