ঢাকা: আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে স্বর্ণের মূল্য বৃদ্ধির কারণে বাংলাদেশ ব্যাংক মুদ্রিত বিভিন্ন রকম স্বর্ণ মুদ্রার দামও বাড়ানো হয়েছে।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংক স্বর্ণমুদ্রার মূল্য পূনঃনির্ধারণ সম্পর্কিত একটি নির্দেশনা জারি করে।
২২ ক্যারেট স্বর্ণের ১০ গ্রাম ওজনের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০০০ এর স্মারক মুদ্রার দাম বাড়িয়ে ৮৩ হাজার টাকা করা হয়েছে। যার আগের দাম ছিল ৭৮ হাজার টাকা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষের ১০ গ্রাম ওজনের ২২ ক্যারেট স্বর্ণমুদ্রার দাম পুনঃনির্ধারণ করা হয়েছে ৮৩ হাজার টাকা। মুদ্রাটির আগে দাম ছিল ৭৮ হাজার টাকা। একই হারে বেড়েছে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ১৯৭১-২০২১ এর ১০ গ্রাম ওজনের ২২ ক্যারেট স্বর্ণমুদ্রার দামও। মুদ্রাটির আগে দাম ছিল ৭৮ হাজার টাকা। বাড়িয়ে এখন দাম নির্ধারণ করা হয়েছে ৮৩ হাজার টাকা। আগামী বুধবার (১৮ জানুয়ারি) থেকে এ নতুন দাম কার্যকর হবে।
বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘন্টা, জানুয়ারি ১৭, ২০২৩-০১-১৭
জেডএ/এমএমজেড