ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বৃহস্পতিবার বাজারে আসছে নতুন ১০০০ টাকার নোট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৩
বৃহস্পতিবার বাজারে আসছে নতুন ১০০০ টাকার নোট ফাইল ফটো

ঢাকা: নতুন ১০০০ টাকা মূল্যমানের নোট আগামীকাল বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বাজারে আসছে।  

বুধবার (১৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র সাঈদা খানমের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

১০০০ টাকা মূল্যমানের এ নোট গভর্নর আব্দুর রউফ তালুকদার স্বাক্ষরিত।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১০০০ টাকা মূল্যমানের এ ব্যাংক নোট বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পরে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকেও এ নোট ইস্যু করা হবে।

নতুন এ নোটের রং, আকৃতি, ডিজাইন ও সব নিরাপত্তা বৈশিষ্ট্য আগের মতোই অপরিবর্তিত থাকবে। নতুন মুদ্রিত এ নোটের পাশাপাশি বর্তমানে প্রচলনে থাকা ১০০০ টাকা মূল্যমানের অন্যান্য নোটও বৈধ নোট হিসেবে চালু থাকবে।

বাংলাদেশ সময় ১৭৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৩
জেডএ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।