ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ রোববার 

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২১ ঘণ্টা, মার্চ ২৫, ২০২৩
বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ রোববার  বেনাপোল বন্দর

বেনাপোল (যশোর): মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বেনাপোল-পেট্রোপোল বন্দরের মধ্যে একদিন (রোববার, ২৬ মার্চ) আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। তবে এ সময় দুই দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী যাতায়াত স্বাভাবিক থাকবে।

 

শনিবার (২৫ মার্চ) রাতে বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের ব্যাংক বিষয়ক সম্পাদক হায়দার আলী এ তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, আগামী সোমবার (২৭ মার্চ) সকাল থেকে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য সচল হবে।  

বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল জলিল বলেন, রোববার (২৬ মার্চ) সরকারি ছুটি থাকায় বেনাপোল-পেট্রোপোল বন্দরে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। ২৭ মার্চ সকাল থেকে বন্দরে পুনরায় বাণিজ্য সচল হবে। এছাড়া এই বন্ধের মধ্যে বেনাপোল বন্দরের যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য নিরাপত্তা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ২২১৫ ঘণ্টা, মার্চ ২৫, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।