ঢাকা: ডিজিটাল ব্যাংকের লাইসেন্স পেতে অনলাইন আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। আগামী ১৭ আগস্ট পর্যন্ত আবেদন করা যাবে।
রোববার (৩০ জুলাই) বাংলাদেশ ব্যাংকের যোগাযোগ ও প্রকাশনা বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের পরিচালক (প্রকাশনা) সাঈদা খানমের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, যোগাযোগ ও প্রকাশনা বিভাগ থেকে ডিজিটাল ব্যাংকের লাইসেন্স প্রাপ্তির আবেদনের লক্ষ্যে সকল আবেদনকারীর পূর্ণাঙ্গ ও মানসম্মত প্রস্তাবনা তৈরি এবং বিভিন্ন দলিলাদি সংগ্রহের বিষয়টি বিবেচনা করে আবেদনপত্র দাখিলের সময়সীমা ১৭ আগস্ট পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
তবে আবেদনের ক্ষেত্রে আগের বিজ্ঞপ্তির অন্যান্য শর্তাবলি অপরিবর্তিত থাকবে বলে উল্লেখ করা হয়েছে। গত ২০ জুন প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ১ আগস্টের মধ্যে আবেদন করতে হবে।
বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, জুলাই ৩০, ২০২৩
জেডএ/এমজেএফ