ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ভারতে সাড়ে ১০ কোটি টাকার ফিশিং নেট রপ্তানি করছে ইকু গ্রুপ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০২ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২৩
ভারতে সাড়ে ১০ কোটি টাকার ফিশিং নেট রপ্তানি করছে ইকু গ্রুপ

নীলফামারী: এবার ভারতে যাবে নীলফামারীর উত্তরা ইপিজেডে তৈরি ফিশিং নেট (জাল)। দেশটিতে ৯ লাখ ৫০ হাজার ডলারের ফিশিং নেট রপ্তানির আদেশ পেয়েছে ইকু গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

 

উত্তরাঞ্চলের বৃহৎ শিল্প পরিবার ইকু গ্রুপ ওই মাছ ধরার জাল বা ফিশিং নেট রপ্তানির উদ্যোগ নিয়েছে।
 
নীলফামারীতে অবস্থিত উত্তরা ইপিজেডে ইকু গ্রুপের এ ফিশিং নেট ফ্যাক্টরি। চলতি বছরের গোড়ার দিকে শতভাগ রপ্তানিমুখী ইকু ফিশিং নেট কারখানাটি উৎপাদনে যায়।
 
কারখানার পরিচালক জাহিদুল ইসলাম বলেন,  বৃহস্পতিবার (২৪ আগস্ট) ভারতের একটি স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান ৯ লাখ ৫০ হাজার ডলারের ঋণপত্র খুলেছে (এলসি)। টাকায় এর মূল্য হবে ১০ কোটি ৪০ লাখ ২৫ হাজার। তাদের ওই আদেশ পেয়ে আমরা তা রপ্তানির উদ্যোগ নিচ্ছি। আমাদের স্টক থেকেই এসব উন্নতমানের জাল ভারতে পাঠানো হচ্ছে। আগামী দুই-একদিনের মধ্যেই ওই পণ্যের শিপমেন্ট হবে বলে তিনি জানান।

ইকু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সিদ্দিকুল আলম বলেন, ভারতে ফিশিং নেটের ভালো চাহিদা রয়েছে। এছাড়া দক্ষিণ আফ্রিকার কয়েকটি দেশ থেকেও শিগগির অর্ডার পাব আমরা। অন্যান্য দেশেও ফিশিং নেট রপ্তানির আশা করছি।  

তিনি বলেন, ইকু গ্রুপের পেপার মিল, বস্তা ও সুতলি মিল এরই মধ্যে সাড়া ফেলেছে। আমাদের পেপার মিলের কাগজে বিভিন্ন জাতীয় দৈনিক ও সাপ্তাহিক পত্রিকা ছাপানো হচ্ছে। এ জনপদে কিছুটা হলেও চাহিদা পূরণ করেছে পেপার মিলটি।  

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।