ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

কেন্দ্রীয় ব্যাংকের জেনারেল ও ক্যাশ পদের নাম পরিবর্তন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৪
কেন্দ্রীয় ব্যাংকের জেনারেল ও ক্যাশ পদের নাম পরিবর্তন

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের জেনারেল ও ক্যাশ সাইডের বেশ কিছু পদের নামে পরিবর্তন আনা হয়েছে।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এ সম্পর্কিত একটি সার্কুলার জারি করে দেশের সব আর্থিক প্রতিষ্ঠানের প্রধানদের কাছে পাঠানো হয়েছে।

 

এর আগে গত ১৪ জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের পর্ষদের ১৪তম সভায় এ সম্পর্কিত সিদ্ধান্ত হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, কারেন্সি অফিসারের নতুন পদের নাম হবে নির্বাহী পরিচালক (কারেন্সি), মহাব্যবস্থাপক (ক্যাশ) পদের নাম হবে পরিচালক (ক্যাশ), উপ-মহাব্যবস্থাপক (ক্যাশ) পদের নাম হবে অতিরিক্ত পরিচালক (ক্যাশ), যুগ্ম ব্যবস্থাপক পদের নাম হবে যুগ্ম পরিচালক, যুগ্ম ব্যবস্থাপক (ক্যাশ) পদের নাম হবে যুগ্ম পরিচালক (ক্যাশ), উপ-ব্যবস্থাপক পদের নাম হবে উপ-পরিচালক, উপ-ব্যবস্থাপক (ক্যাশ) পদের নাম হবে উপ-পরিচালক (ক্যাশ), সহকারী ব্যবস্থাপক পদের নাম হবে সহকারী পরিচালক, সহকারী ব্যবস্থাপক (ক্যাশ) পদের নাম হবে সহকারী পরিচালক (ক্যাশ)।   

এছাড়া এমএলএসএস-প্রথম মান হবে অফিস সহায়ক-প্রথম মান এবং এমএলএসএস-দ্বিতীয় মান পদটির এখন থেকে নতুন নাম হবে অফিস সহায়ক-দ্বিতীয় মান।

কার্যালয়ের সঙ্গে দাপ্তরিক প্রয়োজনে চিঠি/ই-মেইলসহ সব ধরনের যোগাযোগের ক্ষেত্রে পরিবর্তিত পদনাম ব্যবহার করার কথা জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।  

বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৪
জেডএ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।