ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

কর সংস্কৃতি প্রতিষ্ঠা করতে চান অর্থমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১১ ঘণ্টা, জুন ৬, ২০২৪
কর সংস্কৃতি প্রতিষ্ঠা করতে চান অর্থমন্ত্রী

ঢাকা: অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, বর্তমান সরকার দেশে শক্তিশালী কর সংস্কৃতি প্রতিষ্ঠা করতে চায়।

বৃহস্পতিবার (৬ জুন) জাতীয় সংসদে ২০২৪-২৫ সালের প্রস্তাবিত বাজেট বক্তৃতায় তিনি এ তথ্য জানান।

বর্তমান সরকারের প্রথম বাজেট বক্তৃতায় আবুল হাসান মাহমুদ আলী বলেন, বর্তমান সরকার দেশে একটি শক্তিশালী কর সংস্কৃতি প্রতিষ্ঠার লক্ষ্যে কর সংগ্রহে করদাতা, ব্যবসা ও বিনিয়োগবান্ধব করনীতি অনুসরণ করে চলেছে। এই নীতির সারমর্ম হল অর্থনীতিতে বিনিয়োগ এবং কর-জিডিপি অনুপাত বৃদ্ধি এবং করদাতাদের আরও ভালো কর পরিপালনের জন্য অনুপ্রাণিত করার মাধ্যমে ধীরে ধীরে করের বোঝা কমানো।

অর্থমন্ত্রী বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ার উদ্দেশ্যে  প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী করদাতা, ব্যবসা ও বিনিয়োগবান্ধব করনীতি প্রণয়নের মাধ্যমে রাজস্ব আয়ে প্রত্যক্ষ করের অবদান ২০৩১ সালের মধ্যে ৪২ শতাংশে এবং ২০৪১ সালের মধ্যে ৫০ শতাংশে উন্নীতকরণে নিরলস প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় অভ্যন্তরীণ উৎস হতে রাজস্ব আহরণ বৃদ্ধির লক্ষ্যে ডিজিটাল ট্রান্সফরমেশন, করনেট সম্প্রসারণ ও প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধির কার্যক্রম চলমান রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা,  জুন ৬,  ২০২৪
টিআর/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।