ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

দুর্গাপূজা: বাংলাবান্ধা-বুড়িমারী-আখাউড়া-বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৪ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২৪
দুর্গাপূজা: বাংলাবান্ধা-বুড়িমারী-আখাউড়া-বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধ

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাবান্ধা-বুড়িমারী-আখাউড়া-বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।

বাংলাবান্ধা-বুড়িমারী স্থলবন্দর ছয়, আখাউড়া স্থলবন্দর সাত ও বেনাপোল স্থলবন্দর পাঁচদিন করে বন্ধ থাকবে।

মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে বাংলাবান্ধা আমদানি-রপ্তানিকারক গ্রুপের আহ্বায়ক রেজাউল করিম শাহিন জানান, বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে। তবে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।  

বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা অমৃত অধিকারী বলেন, দুর্গাপূজার ছুটিতে বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকায় বন্দর ও ইমিগ্রেশন এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা ও সতর্কতা জারি করা হয়েছে।  

বুধবার (৯ অক্টোবর) থেকে আগামী সোমবার (১৪ অক্টোবর) পর্যন্ত বন্ধ থাকবে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম। বাংলাদেশ-ভারতের ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার মাধ্যমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাবান্ধা আমদানি-রপ্তানিকারক গ্রুপ। আগামী মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল থেকে বন্দরের কার্যক্রম পুনরায় চালু হবে।

বুড়িমারী স্থলবন্দরে ছুটির বিষয়টি নিশ্চিত করেছেন সেখানকার শুল্ক স্টেশনের সহকারী কমিশনার (এসি) এএসএম আকরাম সম্রাট। তিনি জানান, ভারতের চ্যাংড়াবান্ধা এক্সপোর্টার অ্যাসোসিয়েশন, সিঅ্যান্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ও ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন যৌথ সভা করে ছুটির বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। বুধবার (৯ অক্টোবর) থেকে আগামী সোমবার (১৪ অক্টোবর) পর্যন্ত এ বন্দরে পাসপোর্টধারী বৈধ যাত্রীদের পারাপার বাদে বাকি সব কাজ বন্ধ থাকবে। আগামী মঙ্গলবার (১৫ অক্টোবর) থেকে সব কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরবে।  

দেশের অন্যতম রপ্তানিমুখী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর সাতদিন বন্ধ থাকার বিষয়টি ভারতীয় ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে এক চিঠির মাধ্যমে আখাউড়া আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনকে জানানো হয়।

আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানি কারক অ্যাসোসিয়েশনের সাধারণ মো. শফিকুল ইসলাম জানান, দুর্গাপূজা উপলক্ষে বৃহস্পতিবার (১০ অক্টোবর) থেকে রোববার (১৩ অক্টোবর) পর্যন্ত বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। এরপর লক্ষ্মীপূজা উপলক্ষে বুধ ও বৃহস্পতিবার (১৬ ও ১৭ অক্টোবর) আরও দুদিন বন্দরে বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে। পরের দিন শুক্রবার (১৮ অক্টোবর) সাপ্তাহিক ছুটি। শনিবার (১৯ অক্টোবর) থেকে বন্দরে পুনরায় বাণিজ্য কার্যক্রম শুরু হবে। তবে এ সময় বন্দরে আমদানি-রপ্তানিসহ সব ধরনের বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুদেশের পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক থাকবে।

যশোরের বেনাপোল ও ভারতের পেট্রোপোল স্থলবন্দরের আমদানি রপ্তানি-বাণিজ্য বন্ধ থাকবে আগামী পাঁচদিন বন্ধ। একদিন পণ্য খালাস সচল থাকবে।  

বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, দুর্গাপূজা উপলক্ষে বুধবার (৯ অক্টোবর) থেকে আগামী রোববার (১৩ অক্টোবর) পর্যন্ত বেনাপোল-পেট্রোপোল বন্দরের মধ্যে আমদানি রপ্তানি-বাণিজ্য বন্ধ থাকবে। ভারতীয় ব্যবসায়ী সংগঠনও এ সিদ্ধান্ত নিয়েছে। সোমবার (১৪ অক্টোবর) সকাল থেকে ফের কার্যক্রম শুরু হবে।  

বেনাপোল বন্দরের উপ-পরিচালক সজিব নাজির এসব তথ্য নিশ্চিত করে বলেন, আগামীকাল বৃহস্পতিবার (১০ অক্টোবর) এ বন্দর দিয়ে ইলিশ মাছ রপ্তানি হবে। তা ছাড়া বেনাপোল বন্দরে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯১৪ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০২৪
এসএম/এমজে/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।