আগামী ২০২৫ সালের জন্য ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি নির্বাচিত হয়েছেন তাসকীন আহমেদ।
একই সঙ্গে রাজীব এইচ চৌধুরী এবং মো. সালিম সোলায়মান যথাক্রমে ঊর্ধ্বতন সহ-সভাপতি ও সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন।
রোববার ( ১৫ ডিসেম্বর) ডিসিসিআই অডিটোরিয়ামে অনুষ্ঠিত ঢাকা চেম্বারের ৬৩তম বার্ষিক সাধারণ সভায় তাসকীন আহমেদকে আনুষ্ঠানিকভাবে সভাপতির দায়িত্বভার দেওয়া হয়।
ডিসিসিআইয়ের নবনির্বাচিত অন্যান্য পরিচালকরা হলেন এনামুল হক পাটোওয়ারী, মো. মোস্তফা কামাল, মিনহাজ আহমেদ, মোহাম্মদ জমশের আলী, রাশেদ মাইমুনুল ইসলাম এবং সালমান বিন রশিদ শাহ সায়েম।
ঢাকা চেম্বারের নবনির্বাচিত সভাপতি তাসকীন আহমেদ বর্তমানে বাংলাদেশের অন্যতম ও বৃহত্তম ব্যবসা প্রতিষ্ঠান ইফাদ গ্রুপের ভাইস চেয়ারম্যান। তার প্রতিষ্ঠানটি দেশে অটোমোবাইল, খাদ্য প্রক্রিয়াকরণ এবং ভোগ্যপণ্য খাতের ব্যবসার সঙ্গে সম্পৃক্ত।
তাসকীন আহমেদ ১৯৯৯ সালে পারিবারিক ব্যবসায় যোগদান করেন এবং দীর্ঘ ২৫ বছরের কর্মজীবনে তিনি গ্রুপের বেশ কয়েকটি ব্যবসায়িক ইউনিটের নেতৃত্ব দেন। তিনি ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (আইবিসিসিআই) সভাপতি এবং বাংলাদেশ অটোমোবাইল অ্যাসেম্বলার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বিএএএমএ) ঊর্ধ্বতন সহ-সভাপতি। এছাড়া ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।
বিভিন্ন বাণিজ্য সংগঠনে সম্পৃক্ত থাকাকালে তিনি আঞ্চলিক ব্যবসায়িক প্রেক্ষাপটে দৃঢ় অর্থনৈতিক অংশীদারিত্ব উন্নয়নের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশি ব্যবসায়ের স্বার্থকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
ডিসিসিআইর নবনির্বাচিত ঊর্ধ্বতন সহ-সভাপতি রাজীব এইচ চৌধুরী ডিফেন্স ডায়নামিক্স এন্টারপ্রাইজ লিমিটেড, আর্কো কোল্ড স্টোরেজ লিমিটেড, ওয়াচেস ওয়ার্ল্ড লিমিটেড ও মাইক্রোসেক ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং জিএসপি ইনভেস্টমেন্ট লিমিটেডের ইন্ডিপেনডেন্ট ডিরেক্টর হিসেবে নিয়োজিত রয়েছেন।
আরেক নব-নির্বাচিত সহ-সভাপতি মো. সালিম সোলায়মান ম্যাসনস্ পলিমার কর্পোরেশন, লালবাগ মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, চ্যাম্পিয়ন অ্যান্ড ম্যাসনস্ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং স্যামসন্স কর্পোরেশনের স্বত্বাধিকারী।
বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৪
জেডএ/এইচএ/