ঢাকা, সোমবার, ২৭ মাঘ ১৪৩১, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০ শাবান ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের লকার খুলতে মতিঝিলে দুদক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২৫
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের লকার খুলতে মতিঝিলে দুদক বাংলাদেশ ব্যাংক

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের মতিঝিল শাখায় সুরক্ষিত লকার বা সেফ ডিপোজিট খুলতে অভিযান চালাতে মতিঝিল পৌঁছেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে লকারে তল্লাশি চালাতে কেন্দ্রীয় ব্যাংকে পৌঁছেছে দুদকের আট সদস্যের একটি দল।

কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের লকার খুলতে দুদক দলের নেতৃত্ব দিচ্ছেন পরিচালক সায়েমুজ্জামান।  

দুদকের তথ্য মোতাবেক বাংলাদেশ ব্যাংকে বর্তমান ও সাবেক কর্মকর্তাদের প্রায় ৩০০টি লকার রয়েছে মতিঝিল শাখাতে। এসব লকারে উচ্চপদস্থ কর্মকর্তারা অর্থসম্পদ ও অন্য মূল্যবান নথিপত্র সেফ ডিপোজিট আকারে রেখেছেন। এসব লকারেই দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থসম্পদ বা সেগুলোর নথিপত্র রক্ষিত থাকতে পারে, যা আয়কর রির্টানে না দেখানো হতে পারে।

জানা গেছে, ঢাকা জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লকার খোলা হবে। একইসঙ্গে রক্ষিত অর্থসম্পদ বা নথিপত্রের তালিকা তৈরি করা হবে। জ্ঞাত আয়বহির্ভূত বা আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ কোনো সম্পদ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিষয়ে পরে তদন্ত করা হবে।

বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২৫
জেডএ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।