ঢাকা, সোমবার, ২০ আশ্বিন ১৪৩২, ০৬ অক্টোবর ২০২৫, ১৩ রবিউস সানি ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

কর ফাঁকি রোধে গোয়েন্দা কার্যক্রম জোরদার করছে এনবিআর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫০, অক্টোবর ৫, ২০২৫
কর ফাঁকি রোধে গোয়েন্দা কার্যক্রম জোরদার করছে এনবিআর

ফাঁকি দেওয়া রাজস্ব পুনরুদ্ধার কার্যক্রমকে অধিকতর বেগবান করতে মাঠ পর্যায়ের কর অঞ্চলগুলোর ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টেশন সেলের (আইআইসি) কার্যক্রম জোরদার করতে নির্দেশনা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

রোববার (৫ অক্টোবর)  জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক বিবৃতির মাধ্যমে মাঠ পর্যায়ের কর অঞ্চলগুলো এই নির্দেশনা দিয়েছে।

নির্দেশনায় বলা হয়, বিভিন্ন প্রকারের গোয়েন্দা তথ্য, কর ফাঁকির অভিযোগ, প্রিন্ট ও ইলোক্ট্রোনিক মিডিয়ায় প্রকাশিত তথ্য, আয়কর নথি ও বিভিন্ন রেজিস্টারে ঘষা-মাজা বা কাটা-ছেঁড়া, অস্বাভাবিক পরিমাণ করমুক্ত আয় প্রদর্শন, করযোগ্য আয় এবং পরিশোধিত করের তুলনায় সম্পদ বিবরণীতে অস্বাভাবিক পরিমান নিট সম্পদ প্রদর্শন ইত্যাদি ক্ষেত্রে সংশ্লিষ্ট টিম ইনভেস্টিগেশন কার্যক্রম শুরু করবে।

এ ছাড়া, ইনভেস্টিগেশন পর্যায়ে কর ফাঁকির সুনির্দিষ্ট তথ্য-উপাত্ত পাওয়া গেলে সংশ্লিষ্ট টিম রাজস্ব পুনরুদ্ধার কার্যক্রম গ্রহণের লক্ষ্যে ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টেশন কমিটির অনুমোদনের জন্য প্রতিবেদন দাখিল করবে। এবং রাজস্ব ফাঁকির সুস্পষ্ট তথ্য-উপাত্ত থাকলে সংশ্লিষ্ট কর কমিশনারেটের ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টেশনের কমিটি রাজস্ব পুনরুদ্ধারের আইনি কার্যক্রম গ্রহণের জন্য অনুমোদন দেবে।

এনবিআর বলছে, ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টেশনের সেলের মাধ্যমে কার্যক্রম জোরদার করার মাধ্যমে ফাঁকি দেওয়া রাজস্ব পুনরুদ্ধার সম্ভব হবে, কর ফাঁকি দেওয়ার প্রবণতা হ্রাস পাবে এবং সুষ্ঠু কর সংস্কৃতির বিকাশ লাভ ঘটবে।

জেডএ/এমজেএফ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।