ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাংলাদেশের এগিয়ে যাওয়ার প্রমাণ ওয়ালটন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২০ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৫
বাংলাদেশের এগিয়ে যাওয়ার প্রমাণ ওয়ালটন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাজীপুর: শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, সব ধরনের ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল পণ্য উৎপাদন করছে ওয়ালটন। আর এটাই প্রমাণ করে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে ।



শুক্রবার (০৯ জানুয়ারি) দুপুরে গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

শিল্পমন্ত্রী বলেন, ওয়ালটন যেভাবে মানসম্পন্ন ফ্রিজ, টিভি, মোটরসাইকেল, এসি ও যন্ত্রাংশ তৈরি করছে তাতে আশা করা যায় বাংলাদেশ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবেই। বিদেশি বিনিয়োগকারীরা যদি ওয়ালটন কারখানা পরিদর্শন করেন। তাহলে তারা বুঝবে বাংলাদেশ এখন বিনিয়োগের উপযুক্ত দেশ।  

আমির হোসেন আমু বলেন, দেশীয় শিল্প বিকাশে সরকারের সব ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। মোবাইল ফোন, মোটরগাড়ি থেকে শুরু করে অন্যান্য শিল্পে উদ্যোক্তারা এগিয়ে আসলে নীতিগত সব বাধা পর্যায়ক্রমে দূর করা হবে।

এসময় অন্যদের মধ্যে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্র্রিজের চেয়ারম্যান এসএম শামসুল আলম, পরিচালক এসএম রেজাউল আলম, অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম, ওয়ালটন মাইক্রোটেকের এডমিন ও এইচআর প্রধান লে. কর্নেল (অব.) শাহাদাত আলম, ওয়ালটনের ফার্স্ট সিনিয়র এডিশনাল ডিরেক্টর লে. কর্নেল (অব.) আব্দুল কাদের, অতিরিক্ত পরিচালক আলমগীর আলম সরকার, ফার্স্ট সিনিয়র ডেপুটি ডিরেক্টর মোহাম্মদ ইউসুফ আলী, মিডিয়া উপদেষ্টা এনায়েত ফেরদৌস, মন্ত্রীর সহকারি একান্ত সচিব এসএম মাহমুদ কিরণ প্রমুখ।  

এর আগে মন্ত্রী প্রথমে ওয়ালটন কারখানার ওপর নির্মিত প্রামাণ্যচিত্র উপভোগ করেন। পরে বিভিন্ন উৎপাদন ইউনিট ঘুরে দেখেন। ফ্রিজ, টেলিভিশন, এয়ারকন্ডিশনার, মোটরসাইকেল ইত্যাদি পণ্যের উৎপাদন প্রক্রিয়া পর্যবেক্ষণ করছেন।   তিনি উচ্চ প্রযুক্তিতে তৈরি ওয়ালটন পণ্যের গুণগত মানের প্রশংসা করেন।

কারখানা পরিদর্শন শেষে মন্ত্রী নতুন মডেলের (২৫৪ লিটার বা ১৫ সিএফটি, মডেলের নাম ডব্লিউটুডি-টুইফোর-ড২উ-২ঊ৪) একটি ফ্রিজের বিপণন কার্যক্রমের উদ্বোধন করেন।

এ প্রসঙ্গে ওয়ালটনের অপারেটিভ ডিরেক্টর (ক্রিয়েটিভ অ্যান্ড পাবলিকেশন) উদয় হাকিম বলেন, শিল্পমন্ত্রী বাংলাদেশে শিল্প অগ্রগতির একজন অভিভাবক। তাঁর এ পরিদর্শন ওয়ালটনের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ।

পরিদর্শন ওয়ালটন সংশ্লিষ্টদের আরও উৎসাহিত করবে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ২১১৯  ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।