ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সোস্যাল ইসলামী ব্যাংকের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সাভার থেকে সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৫ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫
সোস্যাল ইসলামী ব্যাংকের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সাভার (ঢাকা): সাভারের খাগানে ব্র্যাক সেন্টারে সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) সোস্যাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শফিকুর রহমানের সভাপতিত্বে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।



সম্মেলনের উদ্ধোধন করেন প্রধান অতিথি ব্যাংকের চেয়ারম্যান মেজর ড. মো. (অব.) রেজাউল হক। উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শফিকুর রহমান বক্তব্য রাখেন। প্রযুক্তি ভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবা সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশের সর্বস্তরের মানুষের কাছে পৌছে দেওয়ার জন্য কর্মকর্তাদের আহ্বান জানান তিনি।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান সাঈদুর রহমান। এছাড়াও ব্যাংককের উপ ব্যবস্থাপনা পরিচালক ও বিভাগীয় প্রধানসহ দেশের ১০০টি শাখার ব্যবস্থাপকরা সম্মেলনে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১০০৫ ঘন্টা, জানুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।