ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বিশ্ব ইজতেমায় হামদর্দের ফ্রি মেডিকেল ক্যাম্প

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩২ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫
বিশ্ব ইজতেমায় হামদর্দের ফ্রি মেডিকেল ক্যাম্প ছবি: সংগৃহীত

ঢাকা: টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে প্রতিবারের মতো এবারো মুসল্লিদের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়ার ব্যবস্থা নিয়েছে হামদর্দ ল্যাবরেটরিজ(ওয়াক্ফ) বাংলাদেশ।

৮ জানুয়ারি ইজতেমা ময়দানে হামদর্দ ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক।

হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রতিষ্ঠাতা, হামদর্দ ল্যাবরেটরিজ(ওয়াক্ফ) বাংলাদেশের চিফ মোতায়ালি ও ব্যবস্থাপনা পরিচালক ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল , ওয়াক্ফ প্রশাসক ও হামদর্দ বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ফয়েজ আহমেদ ভুঁইয়া।

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।