ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এবি ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৬ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫
এবি ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ

ঢাকা: আনন্দ শিপইয়ার্ডের ঋণ জালিয়াতির ঘটনায় আরব বাংলাদেশ (এবি) ব্যাংক লিমিটেডের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বেলা ১১টায় দুদকের প্রধান কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ শুরু হয়।



সংস্থাটির উপ-পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলী তাদের জিজ্ঞাসাবাদ করছেন।

যাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তারা হলেন- এবি ব্যাংকের প্রধান শাখার ডিএমডি ফারুক এম আহমেদ, একই শাখার এসভিপি ওয়াসিকা আফরোজী, এসভিপি সালমা আক্তার, ভিপি শামীম এ মোর্শেদ, ইভিপি আখতার হামিদ খান, এভিপি মঞ্জুর মফিজ, ব্যাংকের কারওয়ানবাজার শাখার ইভিপি চৌধুরী মঞ্জুর লিয়াকত, একই শাখার ইভিপি মাহবুবুজ্জামান, এসএভিপি কাজী আশরাফ আলী ও এভিপি মো. আল মামুন।

জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার হাজির হতে তাদের গত বৃহস্পতিবার নোটিশ পাঠায় দুদক। ঘটনার সময়কালে যে কর্মকর্তা যে পদে ছিলেন সে অনুযায়ী তাদের কাছে নোটিশ পাঠানো হয়েছে।

ব্যাংক সূত্রে জানা গেছে, দুদক যাদের তলব করেছেন তাদের কেউ বর্তমানে ওই পদে নেই। আবার কেউ অন্য ব্যাংকে কর্মরত রয়েছেন।

দুদক সূত্র জানায়, জাহাজ রফতানির নামে ঋণ জালিয়াতির মাধ্যমে আনন্দ শিপইয়ার্ড দেশের ১২টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে প্রায় এক হাজার ৩০০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। এরমধ্যে এবি ব্যাংকের কারওয়ানবাজার শাখা থেকে ১৮৬ কোটি ৯০ লাখ টাকা ঋণের নামে আত্মসাতের অভিযোগ রয়েছে।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।