ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হবে ৬.২%

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫
বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হবে ৬.২%

ঢাকা: চলতি ২০১৪-১৫ অর্থবছরে বাংলাদেশে ৬ দশমিক ২ শতাংশ জিডিপি(মোট দেশজ উৎপাদন) প্রবৃদ্ধি হবে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক।

একইভাবে ২০১৫-১৬ অর্থবছরে ৬.৫ এবং ২০১৬-১৭ এ ৭.০ প্রবৃদ্ধি হবে বলেও মনে করছে আর্থিক খাতের বড় এ প্রতিষ্ঠানটি।



স্থানীয় সময় মঙ্গলবার ওয়াশিংটন থেকে প্রকাশিত বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে এসব পূর্বাভাস দেওয়া হয়।

'গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টস' নামের এ প্রতিবেদনে বাংলাদেশসহ বিশ্বের সব দেশের জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে।

বিশ্বব্যাংকের এ পূর্বাভাস সরকারের লক্ষ্যমাত্রার চেয়ে অনেক কম। চলতি অর্থবছরে সরকার দেশের জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ৭ দশমিক ৩ শতাংশ।

এর আগের অর্থবছরে অর্থাৎ ২০১৩-১৪ সালে সরকারের ৭ দশমিক ২ শতাংশ লক্ষ্যমাত্রার বিপরীতে প্রবৃদ্ধি অর্জিত হয় ৬ দশমিক ১ শতাংশ।

একইভাবে বাংলাদেসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর অর্থনীতির জন্য রাজনৈতিক অস্থিরতাকে অন্যতম ঝুঁকি হিসেবে উল্লেখ করা হয়।
 
২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন পরবর্তী সময়ে রাজনৈতিক অস্থিতিশীলতা না থাকায় এবং সরকারি ব্যয় বৃদ্ধি পাওয়ায় ২০১৩-১৪ অর্থবছরে ৬ দশমিক ১ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়।

এবারের প্রতিবেদনে ২০১৪ সালকে বিশ্ব অর্থনীতির আরেকটি 'হতাশাজনক বছর' হিসেবে উল্লেখ করা হয়েছে।   এতে ২০১৪ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধির প্রাক্কলন করা হয়েছে ২ দশমিক ৬ শতাংশ। বিশ্বব্যাংক মনে করছে, ২০১৫ সালে তা ৩ শতাংশে দাঁড়াতে পারে। একইভাবে ২০১৬ সালে ৩.৩ হবে বলেও উল্লেখ করা হয়।
 
প্রতিবেদনে বাংলাদেশের প্রবৃদ্ধি বাড়ার পাশাপাশি ভারত ও নেপালের প্রবৃদ্ধি বাড়বে উল্লেখ করা হয়েছে। তবে রাজনৈতিক পরিস্থিতির কারণে পাকিস্তানের প্রবৃদ্ধি কমবে।

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।