ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এনবিএল’র ডিএমডি হিসেবে যোগ দিলেন এএসএম বুলবুল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩১ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
এনবিএল’র ডিএমডি হিসেবে যোগ দিলেন এএসএম বুলবুল

ঢাকা: ন্যাশনাল ব্যাংক লিমিটেডের (এনবিএল) ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) হিসেবে যোগ দিয়েছেন বিশিষ্ট ব্যাংকার এএসএম বুলবুল।

প্রবেশনারী অফিসার হিসেবে ১৯৮৪ সালে এনবিএল-এর মাধ্যমে কর্মজীবন শুরু করেন তিনি।

১৯৯৫ সাল পর্যন্ত এ ব্যাংকেই কর্মরত ছিলেন তিনি। পরবর্তীতে বিভিন্ন ব্যাংকে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

১৯৮৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ (সম্মান) সহ এমএ ডিগ্রি লাভ করেন এএসএম বুলবুল। সুদীর্ঘ ৩১ বছরের কর্মজীবনে তিনি দেশে ও বিদেশে বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়ামে অংশগ্রহণসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ লাভ করেন।

১৯৫৯ সালে মৌলভীবাজারে জন্মগ্রহণ করেন তিনি।

বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
পিআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।