ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

দেশের তরুণদের প্রশিক্ষণ দেবে স্পেন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
দেশের তরুণদের প্রশিক্ষণ দেবে স্পেন

ঢাকা: বাংলাদেশের তরুণদের প্রশিক্ষণ দেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে স্পেন। বিশেষ করে ‘হসপিটালিটি ম্যানেজমেন্ট’র ওপর তরুণদের প্রশিক্ষণ দেওয়ার আহ্বান জানালে তারা সাড়া দিয়েছেন বলে জানান বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।



বুধবার (২৫ নভেম্বর) সচিবালয়ে নিজ দফতরে ঢাকায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত এডুয়ার্দো দে লাইগেসিয়া বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে সাক্ষাতে এলে এ বিষয়ে কথা হয়।
 
বাংলাদেশের পণ্যের চতুর্থ রফতানিকারক দেশ স্পেন উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ স্পেনকে বিনিয়োগের আহ্বান জানিয়েছে। তারা অবকাঠামোগত খাত; ব্রিজ, কালভার্ট এগুলোতে বিনিয়োগ করতে আগ্রহী।

বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন নিরাপদ জায়গা উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, এ সুযোগ স্পেনের কাজে লাগানো উচিত। একশ’ এক্সপোর্ট প্রোসেসিং জোনের ৩০টির কাজ ইতোমধ্যে শেষ হয়েছে, স্পেনকেও একটি দেওয়া যেতে পারে।

এ বিষয়ে রাষ্ট্রদূত তার সরকারের আগ্রহের কথা জানান।
 
অপ্রচলিত পণ্য রফতানিতে আমরা জোর দিচ্ছি জানিয়ে তোফায়েল আহমেদ বলেন, এ জন্য ব্যবসায়ীদের ‘ক্যাশ ইনসেনটিভ’ দেওয়া হবে।
 
বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
এমআইএইচ/আইএ

** বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ অনুবাদ করবে স্পেন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।