ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাংলাদেশ ব্যাংক উচ্চ বিদ্যালয়-শিওরক্যাশ চুক্তি

ব্যবসা-অর্থনীতি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০২ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৫
বাংলাদেশ ব্যাংক উচ্চ বিদ্যালয়-শিওরক্যাশ চুক্তি

ঢাকা: মোবাইল ব্যাংকিং সেবা ব্যবহারের জন্য বাংলাদেশ ব্যাংক আদর্শ উচ্চ বিদ্যালয়ের সঙ্গে  চুক্তি করেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের (এফএসআইবিএল) ফার্স্টপে শিওরক্যাশ।

মঙ্গলবার (০৮ ডিসেম্বর) এ চুক্তি করা হয় বলে এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



চুক্তিতে স্কুলের প্রধান শিক্ষক মোস্তফা কামাল, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক মতিঝিল ব্রাঞ্চের অপারেশন ম্যানেজার মোহাম্মদ মোস্তাফা এবং শিওরক্যাশের ম্যানেজার শফিকুল ইসলাম নিজ নিজ পক্ষে সই করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই চুক্তির আওতায় বাংলাদেশ ব্যাংক আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৪ হাজার ৫০০ শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা মোবাইল ফোনে স্কুলের বেতন ও অন্যান্য খরচাদি পরিশোধ করতে পারবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে স্কুলের গভর্নিং বডির সভাপতি ও বাংলাদেশ ব্যাংকের জিএম কে এম আব্দুল ওয়াদুদ, সদস্য আশরাফুল ইসলাম এবং মুনসুর আলী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৫
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।