ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বিশেষ বিবেচনায় নগদ সহায়তা নয়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৫ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৫
বিশেষ বিবেচনায় নগদ সহায়তা নয়

ঢাকা: রফতানি ভর্তুকি বা নগদ সহায়তা দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের সুনিদিষ্ট নীতিমালা থাক‍ার পরও ব্যাংকগুলো বিশেষ বিবেচনায় পরিশোধের জন্য আবেদন পাঠাচ্ছে।

তাই নির্দেশনার বাইরে এ ধরনের আবেদন না পাঠাতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক ম‍ুদ্রা নীতি বিভাগ।

মঙ্গলবার (০৮ ডিসেম্বর) ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে এ প্রজ্ঞাপন পাঠানো হয়েছে।

এতে বলা হয়, নগদ সহায়তা বা রফতানি ভর্তুকি পরিশোধের ক্ষেত্রে সার্কুলারের মাধ্যমে নীতিমালা দেওয়া আছে।

এরপরও লক্ষ্য করা যাচ্ছে, কোনো প্রতিষ্ঠানকে নগদ সহায়তা দেওয়ার জন্য সুস্পষ্ট নির্দেশনা পরিপালন না করে বিশেষ বিবেচনায় সুবিধার আবেদন বাংলাদেশ ব্যাংকে পাঠানো হচ্ছে।

প্রজ্ঞাপনে বর্ণিত নির্দেশনা পরিপালন না করে নগদ সহায়তার জন্য আর কোনো আবেদন গ্রহণ করা হবে না। বিষয়টি সহায়তা প্রাপ্তদের অবহিত করতে নির্দেশ দেওয়া হয়েছে।
 
বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, ডিসেম্বর: ৮, ২০১৫
এসই/ওএইচ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।