ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের অর্ধ-ঘণ্টার অবস্থান কর্মসূচি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের অর্ধ-ঘণ্টার অবস্থান কর্মসূচি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সদ্য ঘোষিত জাতীয় পে-স্কেলে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের মর্যাদার অবনমন করার প্রতিবাদে আধা ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করেছেন কর্মকর্তারা।
 
রোববার (২৭ ডিসেম্বর) দুপুরে বংলাদেশ ব্যাংকে বিক্ষুব্ধ কর্মকর্তারা এ অবস্থান কর্মসূচি পালন করেন।


 
আন্দোলনরত ব্যাংক কর্মকর্তারা জানিয়েছেন, ঘোষিত জাতীয় পে-স্কেলে বাংলাদেশ ব্যাংকের নবীন কর্মকর্তাদের (এডি) বিসিএস ক্যাডারদের সমমর্যাদা এবং সর্বোচ্চ কর্মকর্তা নির্বাহী পরিচালকদের (ইডি) গ্রেড-১ না দেওয়ায় বিক্ষুব্ধ হয়েছেন তারা। এ জন্য আন্দোলনের পাশাপাশি আইনি লড়াই করার পূর্বঘোষণা ছিল। এরই অংশ হিসেবে এই কর্মসূচি পালন করেন তারা।
 
তাদের বক্তব্য, কেন্দ্রীয় ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা হলেও পে-স্কেলে মর্যাদার অবনমন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
এসই/এসইউজে/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।