ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

নারায়ণগঞ্জে মামলা প্রত্যাহারের দাবিতে শ্রমিকদের মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
নারায়ণগঞ্জে মামলা প্রত্যাহারের দাবিতে শ্রমিকদের মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নারায়ণগঞ্জ: ওপেক্স গ্রুপের সিনহা গার্মেন্টে ৯৯ জন শ্রমিক ছাটাই এবং ৩২ জন শ্রমিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারসহ নারী শ্রমিকদের সঙ্গে খারাপ আচরণের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ওই র্গামেন্টের শ্রমিকরা।
 
রোববার (২৪ জানুয়ারি) দুপুরে শহরের চাষাঢ়া বঙ্গবন্ধু সড়কের পাশে গার্মেন্ট ব্যবসায়ী মালিকদের সংগঠন বিকেএমইএ’র কার্যালয়ের সামনে বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্ট শ্রমিক ফেডারেশনের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।


 
এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল, নাজমুল হাসান নান্নু, মাহমুদ হোসেন, ওই গার্মেন্টের শ্রমিক শাহদাত হোসেন, খাদিজা আক্তারসহ অর্ধশত শ্রমিক।

তাদের অভিযোগ, গত ১৮ জানুয়ারি সিনহা গার্মেন্টের সুপারভাইজার জাকির প্রতিবন্ধী শ্রমিক সোহেল রানাকে একইসঙ্গে দু’টি কাজ করার নির্দেশ দেন। এসময় রানা একইসঙ্গে একাধিক কাজ না করার অক্ষমতা জানালে জাকির তাকে গালাগালি ও মারধর করেন।

পরবর্তীতে এ ঘটনায় শ্রমিকদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করা হয় ও ৯৯ জন শ্রমিকে ছাটাই করে গার্মেন্টটি।

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।