ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাণিজ্যমেলা

গোল্ডেন হারভেস্টে ফ্রোজেন প্রোডাক্টে ডিসকাউন্ট

রহমত উল্যাহ, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৮ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
গোল্ডেন হারভেস্টে ফ্রোজেন প্রোডাক্টে ডিসকাউন্ট ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: তাজা চিকেন সমুচা, ভেজিটেবিল সিঙারা, আলু ও ডাল পুরির সঙ্গে অবাক করা ডিসকাউন্ট। একশ’ টাকার আইসক্রিম কিনলেই বেরি বোম্ব ফ্রি।

মাত্র তিনশ’ টাকায় টু গো ফ্যামেলি মিল অফার।
 
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় (ডিআইটিএফ) আগত ক্রেতাদের জন্য ফ্রোজেন প্রোডাক্ট, আইসক্রিম ও ফ্রাইড প্রোডাক্টে এ সুযোগ দিচ্ছে দেশিয় কোম্পানি গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
 
দেশি পরোটা, আলু পুরি, ডাল পুরি, চিকেন স্প্রিং রোল, ভেজিটেবল সিঙারা ও সমুচা, চিকেন সমুচা ও নাগেট, চিকেন মিটবলসহ প্রায় ২৪টি ফ্রোজেন পণ্য নিয়ে মেলায় এসেছে গোল্ডেন হারভেস্ট।
 
এর মধ্যে ২০০ থেকে ৪৯৯ টাকায় ২০ টাকা, ৫০০ থেকে ৯৯৯ টাকায় ৬০ টাকা, ১ হাজার থেকে ১ হাজার ৪৯৯ টাকায় ১৫০ টাকা ও ১ হাজার ৫০০ টাকার বেশি দামে পণ্য কিনলে ৩০০ টাকার বিশাল ডিসকাউন্ট দিচ্ছে প্রতিষ্ঠানটি।
 
শুধু বাণিজ্য মেলায় আগত ক্রেতাদের জন্য এ বিশেষ ডিসকাউন্ট অফার চলছে বলে বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বাংলানিউজকে জানিয়েছেন কোম্পানির ট্রেড মার্কেটিং ম্যানেজার মো. হাবিব উল্লাহ।       
 
এ বছর গোল্ডেন হারভেস্টের দু’টি মিনি প্যাভিলিয়ন ও দু’টি স্টলের মধ্যে ৭ নং প্যাভিলিয়ন ইনচার্জ মো. শিশির হোসেন ঠাকুর বাংলানিউজকে জানান, ডিসকাউন্টের ফলে প্রতিদিন প্রায় ২ লাখ টাকা বেশি বিক্রি হচ্ছে। এর মধ্যে মিনি চিকেন স্প্রিং রোল, মিনি বিফ স্প্রিং রোল, সিঙ্গেল বাইট ভেজিটেবল সমুচা, সিঙ্গেল বাইট চিকেন সমুচা, চিকেন নাগেটস, চিকেন মিটবলের চাহিদা বেশি।
 
ব্লুপ আইসক্রিম বিষয়ে তিনি বলেন, মেলায় এবার ম্যাংগো ও ভেনিলা ফ্লেভারের ‘ম্যাংগো মারিয়া’ নামে একটি ভিন্ন স্বাদের আইসক্রিম আনা হয়েছে। মাত্র ২০ টাকার এ আইসক্রিম শিশু থেকে শুরু করে সব বয়সীদের নজর কেড়েছে। এছাড়া ব্লুপ চকো পাপা, কোনটেস্টিক ভেনিলা, কোনটেস্টিক ভেনিলা অ্যান্ড স্ট্রবেরি, এক্সোটিক চকলেট, ক্যারামেলো, বেরি বোম্ব, টু টু ট্যাংগো, স্কুপ ভেনিলা ড্রিমসহ সব ধরনের আইসক্রিমের বিক্রি বেড়েছে।   
 
৯ নং প্যাভিলিয়নের ব্র্যান্ড প্রমোটর আরিফুল ইসলাম জানান, ফ্রোজেন প্রোডাক্টের মধ্যে চিকেন স্প্রিং রোল, সিঙ্গেল বাইট চিকেন সমুচা, চিকেন নাগেটস বেশি বিক্রি হচ্ছে। বিশেষ করে মেলায় আগত খাবারপ্রেমী গৃহিনীদের কাছে এসব পণ্য বেশ জনপ্রিয়তা পেয়েছে। এছাড়া ডিসকাউন্ট থাকায় অনেকে সপরিবারে এসে এসব কিনছেন।  
 
সম্প্রতি গোল্ডেন হারভেস্ট নিয়ে এসেছে ফ্রাইড চিকেন, বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই ভক্ত কনজুমারদের জন্য নতুন আকর্ষণ টু গো। ইতিমধ্যে ঢাকার সিদ্ধেশ্বরী, মিরপুর ও মোহাম্মদপুর এলাকায় টু গো পাওয়া যাচ্ছে। বাণিজ্যমেলায় টু গো’র প্রোডাক্ট পাওয়া যাচ্ছে গোল্ডেন হারভেস্ট’র ১৯ নং স্টলে।
 
এ স্টলের ইনচার্জ আসাদুজ্জামান বাংলানিউজকে জানান, মাত্র তিনশ’ টাকায় দেওয়া হচ্ছে টু গো ফ্যামেলি মিল অফার। এ অফারে ক্রেতা পাবেন ৪ পিস টাটকা ক্রিসপি চিকেন ও একটি সস। আর ৮ পিস ক্রিসপি চিকেন ও একটি সস এই টু গো পার্টি মিল পাবেন মাত্র ৫৮৫ টাকায়।
 
এছাড়া টু গো জিঙ্গি চিকেন বার্গার ১২৫ টাকা, এক পিস ক্রিস্পি ড্রামস্টিক ৬০ টাকা, এক পিস ক্রিসপি উইং ৬০ টাকা, এক পিস ক্রিসপি থাই ৯০ টাকা, এক পিস ক্রিসপি ব্রেস্ট ১১৫ টাকা এবং এক পিস স্পাইসি চিকেন ৫০ টাকায় পাওয়া যাচ্ছে। সব প্রোডাক্টের সঙ্গে থাকছে একটি করে সস।    
 
মো. হাবিব উল্লাহ আরও জানান, গোল্ডেন হারভেস্টের নতুন উদ্যোগ টু গো। টু গো এরই মধ্যেই ক্রেতাদের দৃষ্টি কেড়েছে। ক্রেতা সাধারণের কাছে দ্রুত আরো পরিচিত করে তোলার জন্য বানিজ্যমেলায় টু গো’র জন্য আলাদা স্টল নেওয়া হয়েছে।
 
তিনি জানান, গোল্ডেন হারভেস্টের প্রোডাক্ট গুণগত মানের জন্য বাজারের সেরা। ব্লুপ আইসক্রিমের মতো টু গো ক্রেতাদের আকর্ষণ করবে বলে আশা করি।  
 
বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
আরইউ/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।