ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

প্রথম দিনেই জমজমাট আইসিসিবি’র গার্মেন্টটেক

সিনিয়র করেসপেন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৭ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
প্রথম দিনেই জমজমাট আইসিসিবি’র গার্মেন্টটেক ছবি: জি এম মুজিবুর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পোশাকশিল্পের সর্বাধুনিক ও সর্বশেষ প্রযুক্তি  এ খাতের  উদ্যোক্তাদের সামনে উপস্থাপনের জন্য রাজধানীর ইন্যারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত চারদিনের আন্তর্জাতিক প্রদর্শনীর প্রথম দিন বিকেলটা ছিল জমজমাট।
 
বুধবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় আইসিসিবি’র ১, ১ এ, ২, ২এ, ৩ ও ৪ নম্বর হল ঘুরে দেখা গেছে, পোশাক শিল্পের উদ্যোক্তা, দর্শনার্থী, আয়োজক প্রতিষ্ঠান ও অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের পদচারণায় মুখরিত গার্মেন্টটেক।


 
গার্মেন্ট শিল্পের জন্য আবিস্কৃত সর্বশেষ ও সর্বাধুনিক প্রযুক্তির পসরা সাজিয়ে বসা ১২টি দেশের প্রায় ২শ’ ৮০টি প্রতিষ্ঠানের স্টলে শিল্প উদ্যোক্তা ও দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো।

অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো নিজেদের স্টলে আপটেড মেশিনারিজ ও অ্যাক্সেসরিজ গার্মেন্ট শিল্পের উদ্যোক্তা ও সাধারণ দর্শনার্থীদের জন্য উম্মুক্ত রেখেছে।
 
সর্বাধুনিক এ মেশিনারিজগুলো শিল্প উদ্যোক্তা তো বটেই সাধারণ দর্শনার্থীদের কৌতুহলের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।
 
শতভাগ রফতানিমুখী গার্মেন্ট শিল্পের জন্য বিশ্বের সর্বাধুনিক এ প্রযুক্তির সমাহার এ শিল্প খাতকে আরো বেগবান করবে বলে মনে করছেন আয়োজক ও অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

গার্মেন্ট মেশিনারিজ ও এক্সেসরিজ আমদানি ও সরবরাহকারী প্রতিষ্ঠান মেরিনো ট্রেড’র ব্যাবস্থাপক আফসানা শারমীন বাংলানিউজকে বলেন, প্রতিদিন গার্মেন্ট শিল্পের মেশিনারিজ বা প্রযুক্তি আপডেট হচ্ছে। সেই প্রযুক্তিগুলোর সঙ্গে বাংলাদেশের গার্মেন্ট শিল্প উদ্যোক্তা ও ব্যবহারকারীদের পরিচয় করিয়ে দিতে গার্মেন্টটেক’র আয়োজন। আমরা মূলত নতুন নতুন প্রযুক্তি আমাদের ক্লায়েন্টদের সামনে উপস্থাপনের জন্য এই আয়োজনে অংশ নিয়েছি। প্রথম দিন ব্যাপক সাড়াও মিলেছে। আশা করছি, সামনে তিনদিন আরো ভালো কাটবে।

চীন, জাপান, তাইওয়ান, জার্মানি, থাইল্যান্ড, ভারত, হংকং, তুরস্ক ও আমেরিকাসহ গার্মেন্ট মেশিনারিজ ও এক্সেসরিজ প্রস্তুতকারী ১২টি দেশ সরাসরি অংশ নিয়েছে গার্মেন্টটেক বাংলাদেশ-২০১৬ এ।

গার্মেন্টটেক বাংলাদেশ-২০১৬ এর অন্যতম আয়োজক জাকারিয়া ট্রেড এন্ড ফেয়ার ইন্টারন্যাশনালের পরিচালক টিপু সুলতান ভূঁইয়া বাংলানিউজকে বলেন, গার্মেন্ট শিল্পের সর্বাধুনিক প্রযুক্তি সম্পর্কে ধারণা নেওয়ার জন্য বাংলাদেশের শিল্প উদ্যোক্তারা বিদেশে আয়োজিত গার্মেন্টটেক ফেয়ার ভিজিট করতে যেতেন। গত ১৫ বছর ধরে এ আয়োজন আমরা দেশে করছি। এ আয়োজনের মধ্য দিয়ে গার্মেন্ট শিল্পের সর্বাধুনিক প্রযুক্তি বাংলাদেশি উদ্যোক্তাদের দোরগোড়ায় এনে দিয়েছি।
 
বুধবার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় একই ছাদের নিচে গার্মেন্টটেকসহ তিনটি আর্ন্তজাতিক প্রর্দশনীর উদ্বোধন করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

উদ্বোধনকালে তিনি বলেন, দেশের গার্মেন্ট অ্যাক্সেসরিজ এবং প্যাকেজিং খাতে রফতানিমুখী প্রায় ১৩শ’ শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে। যেখানে পোশাক শিল্পের জন্য ৩০ থেকে ৩৫ ধরনের পণ্য উৎপাদিত হয়। দেশের চাহিদা পূরণ করে এসব পণ্য থেকে ২০১৪-১৫ অর্থবছরে প্রায় ৫.৬০ বিলিয়ন মার্কিন ডলার আয় হয়েছে। এ পরিমাণ আরো বাড়াতে সরকার উদ্যোক্তাদের সব ধরনের সহায়তা করবে।
 
গার্মেন্টটেক ছাড়া অন্য দু’টি প্রদর্শনী হল- সপ্তম ‘ইয়ার্ন অ্যান্ড ফেব্রিকস সোর্সিং ফেয়ার’ এবং সপ্তম ‘গ্যাপেক্সপো । এ তিনটি আলাদা প্রদর্শনীতে ৩০টি দেশের ৩শ’টিরও বেশি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।
 
উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র  ও তৈরি পোশাক শিল্প উদ্যোক্তা আনিসুল হক বলেন, দেশের পোশাক শিল্পের বিরুদ্ধে কিছু এনজিও এবং প্রতিদ্বন্দ্বী কিছু দেশ কাজ করছে। এ অবস্থায় এ শিল্পকে টিকিয়ে রাখতে সরকারের নীতিগত সহযোগিতা জরুরি।

জাকারিয়া ট্রেড অ্যান্ড ফেয়ার ইন্টারন্যাশনাল, এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশন প্রাইভেট লিমিটেড এবং বাংলাদেশ গার্মেন্ট অ্যাকসেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টারস অ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ) যৌথভাবে এ সব প্রদর্শনীর  আয়োজন করেছে।  
 
এ আয়োজন চলবে শনিবার (১৬ জানুয়ারি) পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে ‘গার্মেন্টটেক’ ‘ইয়ার্ন অ্যান্ড ফেব্রিকস সোর্সিং ফেয়ার’ ও ‘গ্যাপেক্সপো-২০১৬।
 
** গার্মেন্ট সংশ্লিষ্টরা পাচ্ছেন আপডেট মেশিনারিজ

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
এজেড/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।