ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাজেটের আগেই করপোরেট কর কমানোর ব্যবস্থা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪১, জানুয়ারি ১৪, ২০১৬
বাজেটের আগেই করপোরেট কর কমানোর ব্যবস্থা বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ

ঢাকা: আগামী বাজেট ঘোষণার আগেই করপোরেট কর কমানোর উদ্যোগ চান ব্যবসায়ীরা। রফতানিকারী ব্যবসায়ীদের চাওয়ার প্রেক্ষিতে উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।



শিগগিরই এ ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল নিয়ে তিনি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে বৈঠক করবেন। সে বৈঠকে এনবিআর চেয়ারম্যানও থাকবেন।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ের 'বাণিজ্য সহায়ক পরামর্শক কমিটি'র ৪র্থ সভায় এসব আলোচনা ও সিদ্ধান্ত হয়।

সভায় সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী নিজেই।  

মন্ত্রী বলেন, আমরা বাজেটের আগেই এ কর কমানোর ব্যবস্থা নিতে বলবো অর্থমন্ত্রীকে।

বাংলাদেশ সময়: ১৩৪১ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
এসকেএস/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।