ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মুন্সীগঞ্জের শ্রীনগরে ব্র্যাক ব্যাংকের শাখা উদ্বোধন

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৯ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
মুন্সীগঞ্জের শ্রীনগরে ব্র্যাক ব্যাংকের শাখা উদ্বোধন

ঢাকা: মুন্সীগঞ্জের শ্রীনগরে ব্র্যাক ব্যাংক লিমিটেডের নতুন শাখা উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) ব্রাক ব্যাংকের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



ব্যাংকিং সেবা প্রদান করার লক্ষ্যে হোসেন শ্রীনগরের এম রহমান কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে শাখাটি উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আরএফ।

অনুষ্ঠানে তিনি বলেন, এ শাখা উদ্বোধনের ফলে এ এলাকার ব্যবসায়িক প্রতিষ্ঠান ও গ্রাহকরা আধুনিক ব্যাংকিং সেবা পাবেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ, রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান ফিরোজ আহমেদ খান, ব্র্যাঞ্চ ব্যাংকিং প্রধান আবেদুর রহমান সিকদারসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ২২০৯ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
জেডএফ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।