ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আন্তর্জাতিক বাণিজ্যমেলা

গ্যাজেট গ্যাং’য়ে ৭০০ টাকায় রাউটার ও পাওয়ার ব্যাংক!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
গ্যাজেট গ্যাং’য়ে ৭০০ টাকায় রাউটার ও পাওয়ার ব্যাংক! ছবি: রাজীব/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: প্রিয় ও দরকারি জিনিসের তালিকায় স্মার্ট ফোন আর ট্যাব ইতোমধ্যে শক্ত জায়গা দখল করে নিয়েছে। এরসঙ্গে হেডফোন, ওয়াই ফাই রাউটার, পাওয়ার ব্যাংকসহ নানা এক্সেসরিজ তো প্রতিদিনের দরকারি জিনিসের তালিকায় থাকা চাই-ই।



এখন অনেকেই এসব পণ্য কেনার জন্য আলাদা বাজেট-ই করে রাখেন। ভালো মানের পণ্যের খোঁজ পেলেই ক্রেতারা কিনে ফেলেন পছন্দের পণ্যটি। তবে, এসব পণ্যে ছাড় পাওয়া গেলে ক্রেতাদের মাঝে উত্তেজনাটা একটু বেশিই দেখা যায়।

তারই প্রমাণ মিলছে রাজধানীতে মাসব্যাপী চলা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ৮৮ এবং ৮৯ নম্বর গ্যাজেট গ্যাং সেভেন’র স্টলে।

বিশ্বের স্বীকৃতি পাওয়া শাওমি ও রেডমি টু, ইন্টেল কোয়াড কোর ব্র্যান্ডের স্মার্ট ফোন, ট্যাব, রাউটার, পাওয়ার ব্যাংকসহ এক্সেসরিজ পণ্যে প্রায় অর্ধেক মূল্য ছাড় পাওয়া যাচ্ছে!

তবে, সবাইকে তাক লাগিয়ে দিয়েছে মাত্র সাত’শ টাকায় রাউটার ও পাওয়ার ব্যাংক পাওয়ায়।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) দুপুরে বাণিজ্য মেলায় গ্যাজেট গ্যাং সেভেন এর স্টলে প্রবেশ করেই দেখা গেলো ক্রেতারা মূল্য ছাড়ে এসব পণ্য কিনতে ব্যস্ত হয়ে পড়েছেন।
স্টলের পক্ষ থেকে জানানো হয়, গ্যাজেট গ্যাং সেভেন স্মার্টফোন, ট্যাবসহ অন্যান্য এক্সেসরিজে অসম্ভব অফার চলছে। মাত্র সাত’শ টাকায় রাউটার ও পাওয়ার ব্যাংক পাওয়া যাচ্ছে। বাজারে যার মূল্যে ১৪০০ টাকার বেশি।

এই অফারটিতে ক্রেতাদের মাঝে ব্যাপক সাড়া পাওয়া গেছে। ক্রেতারা খুবই খুশি, এত কম দামে রাউটার ও পাওয়ার ব্যাংক পাওয়ায়।

গ্যাজেট গ্যাং সেভেনের হেড অব মার্কেটিং ও সেলস তৌহিদুল হাসান বাংলানিউজকে জানান, মোবাইল, ট্যাব প্রিয় ক্রেতাদের সম্মানে এই মহাছাড় দেওয়া হয়েছে। যেন তাদের পণ্যের সঙ্গে ক্রেতারা বেশি বেশি পরিচিত হতে পারেন। আর এসব পণ্যে ভালো মানের হওয়ায় তাদের সুনামটা আরও ছড়িয়ে যাবে।
 
তিনি জানান, একটি ফোন বা ট্যাব কেনার আগে নকশা, সঠিক আকারের ডিসপ্লে, প্রসেসর, ব্যাটারির ক্ষমতা, ওয়্যারলেস ক্যারিয়ার, অপারেটিং সিস্টেমসহ মৌলিক কয়েকটি অপারেটিং সিস্টেম রয়েছে। অ্যান্ড্রয়েড এখনকার সবচেয়ে জনপ্রিয় সিস্টেম।

শক্তিশালী অপারেটিংসহ ওপরের সব গুণাবলী রয়েছে শাওমির রেডমি ২ তে। যা চার হাজার টাকা মূল্য ছাড়ে সাত হাজার সাত’শ টাকায় পাওয়া যাচ্ছে।
স্টলের পক্ষ থেকে জানানো হয়, ক্রেতারা চান ভালো মানের ডিসপ্লে, ক্যামেরা, প্রসেসর, বেশি র‌্যাম, মাইক্রো এস ডি সাপোর্ট, ডুয়াল সিম ফোরজি এনাবেল্ড ফোন, ব্যাটারি। গ্যাজেট গ্যাং সেভেন এসব ক্রেতাদের জন্য নিয়ে এসেছে রেডমি নোট টু।

যা চার হাজার টাকা ছাড়ে এক বছরের ওয়ারেন্টিসহ এখন মাত্র ১৩ হাজার সাত’শ টাকায় কিনতে পারছেন মেলা থেকে। এছাড়া সাত ইঞ্চি ইন্টেল কোয়াড কোর ৩জি ট্যাব পাওয়া যাচ্ছে মাত্র পাঁচ হাজার সাত’শ টাকায়।

স্টলের কর্মীরা জানান, যমুনা ফিউচার পার্ক আউটলেট থেকেও গ্যাজেট গ্যাং সেভেনের পণ্য সংগ্রহ করা যাবে। আর ঢাকা কিংবা ঢাকার বাইরে থেকে ঘরে বসেও এ প্রতিষ্ঠানের অফার পাওয়ার সুযোগ আছে। ভিজিট করতে হবে, ভিজিট করুন http://bit.ly/1QxKVhC

‪গ্যাজেট গ্যাংয়ের বিভিন্ন আকর্ষণীয় মোবাইল হ্যান্ডসেট, ট্যাবসহ অন্যান্য এক্সেসরিজ দেখার জন্য ভিজিট করতে হবে: http://www.gadgetgang7.com/shop/  আর বিস্তারিত জানা যাবে ০৯৬১২ ৪৪৪ ৭৭৭ নম্বরে ও www.gadgetgang7.com ওয়েব সাইটে।

বাংলাদেশ সময়: ০৪৪৬ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
একে/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।