ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আইসিটি ফেয়ারে আসুস-লেনোভো-রাপুর পণ্য ক্রয়ে নিশ্চিত উপহার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৯, জানুয়ারি ২০, ২০১৬
আইসিটি ফেয়ারে আসুস-লেনোভো-রাপুর পণ্য ক্রয়ে নিশ্চিত উপহার

ঢাকা: রাজধানীর এলিফ্যান্ট রোডের কম্পিউটার সিটি সেন্টারে (মাল্টিপ্ল্যান) বুধবার (২০ জানুয়ারি) থেকে শুরু  হয়েছে ‘ডিজিটাল আইসিটি ফেয়ার, ২০১৬’। বিশ্বখ্যাত ‘আসুস’ ও ‘লেনোভো’ ব্র্যান্ডের ল্যাপটপ এবং রাপু ব্র্যান্ডের কম্পিউটার এক্সেসোরিজ নিয়ে এতে অংশ নিয়েছে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি শিল্পের অন্যতম পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড (প্র‍াইভেট) লিমিটেড।



মেলায় রাপুর পক্ষ থেকে রয়েছে ‘স্ক্র্যাচ ইউর লাক’ শীর্ষক বিশেষ অফার। এ অফারের আওতায় রাপুর যে কোনো পণ্য ক্রয়ে ক্রেতারা পাচ্ছেন একটি স্ক্র্যাচ কার্ড। স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে ক্রেতারা পেতে পারেন স্পিকার, উইন্টার জ্যাকেট এবং টি-শার্টসহ আকর্ষণীয় সব উপহার।

মেলায় আসুস ও লেনোভোর পক্ষ থেকেও রয়েছে বিশেষ অফার। আসুসের পক্ষ থেকে রয়েছে ‘আসুস স্ক্র্যাচ অ্যান্ড উইন’ শীর্ষক বিশেষ অফার। এই অফারের আওতায় আসুস ল্যাপটপ ক্রয়ে ক্রেতারা পাচ্ছেন একটি স্ক্র্যাচ কার্ড। স্ক্র্যাচ কার্ড ঘষে পেতে পারেন ল্যাপটপ, জেনফোন, রাউটার, উইন্টার জ্যাকেট এবং টি-শার্টসহ আকর্ষণীয় উপহার।

আর লেনোভোর পক্ষ থেকে চলছে ‘নিউ ইয়ার ফেস্টিভ্যাল’ শীর্ষক বিশেষ অফার, যা এই মেলায়ও প্রযোজ্য থাকবে। এ অফারের আওতায় লেনোভো ল্যাপটপ ক্রয়ে ক্রেতারা পাচ্ছেন একটি স্ক্র্যাচ কার্ড। স্ক্র্যাচ কার্ড ঘষলেই মিলতে পারে ট্যাবলেট পিসি, এলিডি টিভি, স্মার্টফোন, টাচ্ মোবাইল ফোন, পেনড্রাইভ, ব্রাদার প্রিন্টার, পান্ডা ইন্টারনেট সিকিউরিটি, মাউস বা টি-শার্ট।

পাঁচ দিনব্যাপী এ মেলার গোল্ড স্পন্সর হিসেবে থাকছে বিশ্বখ্যাত আইটি পণ্য নির্মাতা আসুস ও লেনোভো  এবং কো-স্পন্সর হিসেবে রয়েছে রাপু। গ্লোবাল ব্র্যান্ড (প্রাইভেট) লিমিটেড ক্রেতাদের কাছ থেকে ব্যাপক সাড়া পাবার আশা প্রকাশ করছে।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।