ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ধুনটে প্রাইম ব্যাংকের কম্বল বিতরণ

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১২ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
ধুনটে প্রাইম ব্যাংকের কম্বল বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ধুনট (বগুড়া): প্রাইম ব্যাংক লিমিটেডের উদ্যোগে বগুড়ার ধুনট উপজেলায় হতদরিদ্র পাঁচশ শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।

শনিবার (৩০ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার বিশ্বহরিগাছা উচ্চ বিদ্যালয় চত্বরে এ কম্বল বিতরণ কর‍া হয়।



এসময় প্রধান অতিথি হিসেবে কম্বল বিতরণ করেন প্রাইম ব্যাংক লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহম্মাদ গোলাম রব্বানী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রাইম ব্যাংক লিমিটেড বগুড়া শাখা ব্যবস্থাপক আতিকুর রশিদ, শেরপুর শাখা ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম, প্রাইম ব্যাংক কর্মকর্তা হাসানুর রহমান, টিএম আব্দুল্লাহ আল মামুন কিরণ, বিশ্বহরিগাছা উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি হারুনর রশিদ, প্রধান শিক্ষক সেজাব উদ্দিন, সমাজসেবক গোলাম মোস্তফা, শফিকুল ইসলাম ও রবিন মোহম্মাদ রব্বানী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
এএটি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।