ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বরিশাল হবে অন্যতম অর্থনৈতিক অঞ্চল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
বরিশাল হবে অন্যতম অর্থনৈতিক অঞ্চল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, বরিশালের এ অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নের লক্ষে পায়রা বন্দর ও পদ্মাসেতু হচ্ছে। এ প্রকল্পগুলো চালু হলে এ অঞ্চল এশিয়ার মধ্যে অন্যতম অর্থনৈতিক অঞ্চলে পরিণত হবে।



শনিবার (৩০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল শহরে রুপাতলী ও কাউনিয়া সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিল্পমন্ত্রী আরো বলেন, শিক্ষিতের হার বৃদ্ধির লক্ষে বর্তমান সরকার ৪০ হাজার প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেছে। সরকার যুগোপযোগী ও ডিজিটাল শিক্ষাব্যবস্থা প্রণয়ন করেছে। আগে মাদ্রাসার ছাত্ররা যেখানে শুধু সেপারা পড়তো, সেখানে আজ তারা সার্বিক শিক্ষার উন্নয়নে ইঞ্জিনিয়ারসহ বিভিন্ন পদে চাকরির সুযোগ পাচ্ছে।

বরিশালের জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,  বরিশাল ২ আসনের সংসদ সদস্য অ্যাড. তালুকদার মো. ইউনুস, সদর আসনের সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ, বরিশালের বিভাগীয় কমিশনার মো. গাউস, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এস এম ইমামুল হক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের মহাপরিচালক আ. হালিম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর মো. ইলিয়াস হোসেন, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) এ এস মাহমুদ, বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক, বরিশালের অতিরিক্ত ডিআইজ আক্তার হোসেন, প্রকল্প পরিচালক (উপসচিব) মো. রফিকুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বরিশাল অঞ্চলের উপ পরিচালক ড. মো. মোস্তাফিজুর রহমান, বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার  (সদর দপ্তর) হাবিবুর রহমান খান প্রমুখ।

পরে মন্ত্রী নগরীর হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে ৮৮তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। এরআগে বিদ্যালয় প্রাঙ্গণে ফিরোজা-আমু গ্রন্থাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।