ঢাকা, বৃহস্পতিবার, ১৭ আশ্বিন ১৪৩২, ০২ অক্টোবর ২০২৫, ০৯ রবিউস সানি ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

শাহজালাল ব্যাংকের পরিচালক পর্ষদের সভা

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৯, মার্চ ১, ২০১৬
শাহজালাল ব্যাংকের পরিচালক পর্ষদের সভা ছবি: সংগৃহীত

ঢাকা: শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালক পর্ষদের ২৩০তম সভা অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি ব্যাংকের বোর্ডরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান এ. কে. আজাদের সভাপতিত্বে বেশ কিছু সংখ্যক বিনিয়োগ প্রস্তাব অনুমোদন এবং ব্যাংকিং নীতিমালা রিভিউ করা হয়।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ ও আব্দুল বারেক, পরিচালক আক্কাচ উদ্দিন মোল্লা, আনোয়ার হোসেন খান, মো. সানাউল্লাহ সাহিদ, মহিউদ্দিন আহমেদ, খন্দকার সাকিব আহমেদ, আব্দুল হালিম, ফকির আখতারুজ্জামান, এম. শামসুল হক (প্রতিনিধি: আনোয়ার খান মর্ডান হাসপাতাল লি.), ইন্ডিপেনডেন্ট পরিচালক মোশাররফ হোসেন, বিকল্প পরিচালক মো. মাসুদ ও রুকন উদ্দিন খান, ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মনজেরুল ইসলাম, মো. শাহ্জাহান সিরাজ, এম. আখতার হোসেন এবং আব্দুল আজিজ।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, মার্চ ০১, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।