ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাংলাদেশ ব্যাংকে পুনঃনিয়োগ পেলেন আসাদুজ্জামান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, মার্চ ২, ২০১৬
বাংলাদেশ ব্যাংকে পুনঃনিয়োগ পেলেন আসাদুজ্জামান এ এফ এম আসাদুজ্জামান

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের গভর্নর সচিবালয়ের মহাব্যবস্থাপক (এক্স-ক্যাডার-প্রটোকল) হিসেবে পুনঃনিয়োগ পেয়েছেন এ এফ এম আসাদুজ্জামান। একই সঙ্গে  বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র হিসেবেও কাজ করবেন তিনি।



বুধবার (০১ মার্চ) থেকে তিনি কর্মস্থলে কাজ শুরু করেছেন।

ব্যাংকের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১ এর নির্দেশ বলে (২৮/২০১৬) আসাদুজ্জামানকে গভর্নর সচিবালয়ে মহাব্যবস্থাপক পদে ১ বছরের চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়।

এ.এফ.এম. আসাদুজ্জামান ১৯৮৩ সালের ১৭ এপ্রিল বাংলাদেশ ব্যাংকে যোগ দেন ও ২০১১ সালের ১৯ অক্টোবর তিনি মহাব্যবস্থাপক পদে পদোন্নতি লাভ করেন।

২০১৫ সালের ৩০ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংক থেকে অবসর গ্রহণ করেছিলেন তিনি।

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, মার্চ ০২, ২০১৬
এসই/আরএইচএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।