ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

দুর্নীতির অভিযোগ থেকে যমুনা ব্যাংকের পরিচালককে অব্যাহতি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, মার্চ ৮, ২০১৬
দুর্নীতির অভিযোগ থেকে যমুনা ব্যাংকের পরিচালককে অব্যাহতি নূর মোহাম্মদ

ঢাকা: যমুনা ব্যাংক লিমিটেডের পরিচালক ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান নূর মোহাম্মদকে অব্যাহতি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অনুসন্ধান কর্মকর্তার সুপারিশের প্রেক্ষিতে কমিশন এ সিদ্ধান্ত নেয়।


 
মঙ্গলবার (০৮ মার্চ) তাকে অব্যাহতি দেওয়া সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। কমিশন সূত্র এ তথ্য নিশ্চিত করে।
 
দুদক সূত্র জানায়, নূর মোহাম্মদের বিরুদ্ধে বেনামি প্রতিষ্ঠানের মাধ্যমে ভুয়া ঋণ মঞ্জুর করে ১০৬ কোটি টাকা আত্মসাৎ এবং যমুনা ব্যাংক ফাউন্ডেশনের নামে ভুয়া ভাউচার দাখিল করে ২০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ ছিল।
 
অনুসন্ধান প্রতিবেদনে অভিযোগের দালিলিক প্রমাণ না পাওয়ায় তাকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করেন অনুসন্ধান কর্মকর্তা। প্রতিবেদনের আলোকে কমিশন যাচাই করে নূর মোহাম্মদকে অব্যাহতি দেয়।

অভিযোগ অনুসন্ধান করেন দুদকের সহকারী পরিচালক রেজাউল করিম।
 
বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৬
এডিএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।