ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এখনও ডিবির সহযোগিতা চায়নি বাংলাদেশ ব্যাংক

স্টাফ করেসপেন্ডট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৬
এখনও ডিবির সহযোগিতা চায়নি বাংলাদেশ ব্যাংক

ঢাকা: য‍ুক্তরাষ্ট্রের ব্যাংকে রক্ষিত রিজার্ভ চুরির ঘটনায় বাংলাদেশ ব্যাংক এখনও গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে কোনো সহযোগিতা চায়নি বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মো. মনিরুল ইসলাম।

রোববার (১৩ মার্চ) রাজধানীর মিন্টু রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।



সদ্য গঠিত পুলিশের ইউনিট ‘কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের প্রধান মনিরুল ইসলাম বলেন, আমরা এটিএম বুথে টাকা জালিয়াতিসহ সাইবার ক্রাইমের বিষয়গুলো বেশ ভালোভাবে তদন্ত করছি। এসব ঘটনায় প্রযুক্তিগত উৎকর্ষতাও বাড়ছে।

‘তবে যুক্তরাষ্ট্রে রক্ষিত রিজার্ভ চুরির ঘটনায় বাংলাদেশ ব্যাংক এখনও কোনো হেল্প চায়নি। তারা হেল্প চাইলে আমরা অবশ্যই করবো, আমরা প্রস্তুত আছি। ’

মনিরুল ইসলাম বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে সহযোগিতা না চাইলেও ছায়া তদন্ত শুরু হয়নি। কেননা বিষয়টি খুবই স্পর্শকাতর। তাই বাংলাদেশ ব্যাংকের সহযোগিতা ছাড়া ছায়া তদন্ত করাও সম্ভব নয়।
 
এটিএম বুথে টাকা জালিয়াতির বিষয়ে তিনি বলেন, এ ঘটনায় ৬-৭ জন বিদেশি নাগরিকের নাম আসছে। বাংলাদেশে বংশদ্ভূতও তিনজনের নাম পাওয়া গেছে।

‘অভিযুক্তদের মধ্যে গ্রেফতাররা আদালতে জবানবন্দি দিয়েছেন। এছাড়া অভিযুক্তদের তথ্য যাচাই-বাছাইয়ের জন্য সংশ্লিষ্ট দেশগুলোর  দ‍ূতাবাসের সঙ্গেও আলোচনা চলছে,’ যোগ করেন ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম।  

রামপুরার বনশ্রীতে দুই শিশু হত্যাকাণ্ডের বিষয়ে তিনি বলেন, জটিল মনস্তাত্ত্বিক কারণেই ওই মা তার ছেলে-মেয়েকে হত্যা করেছেন বলে তদন্তে বেরিয়ে আসছে। ওই মাকে শারীরিক ও মানসিকভাবে সুস্থই মনে হয়েছে।

‘এরপরও তিনি মানসিকভাবে কোনো সমস্যায় ভূগছেন কিনা তা আদালতের অনুমতি পেলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হবো। তবে তিনি সব কিছুই মনে করতে পারছেন। ’

বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৬
এনএ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।