ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

‘বাংলাদেশ ব্যাংকের ভূমিকায় আমি আনহ্যাপি’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৬ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৬
‘বাংলাদেশ ব্যাংকের ভূমিকায় আমি আনহ্যাপি’ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত

ঢাকা: যুক্তরাষ্ট্রের ব্যাংকে রক্ষিত টাকা চুরির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

রোববার (১৩ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।



বাংলাদেশ ব্যাংকের ভূমিকায় বিরক্তি প্রকাশ করে অর্থমন্ত্রী বলেন, ‘দেড় মাস আগে রিজার্ভ হ্যাকের ঘটনা ঘটলেও আমাকে তা জানানো হয়নি। ব্যাংকের এ ধরনের ভূমিকায় আমি আনহ্যাপি। ’

‘দুপুরের পর প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় সে বিষয়ে জানানো হবে। ’

এর আগে অর্থমন্ত্রণালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা।

বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, মার্চ ১২, ২০১৬
এসই/এএটি/এমএ




বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।