ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ওয়েস্টিন হোটেলের নতুন জেনারেল ম্যানেজার দিলিপ মাধক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৬ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
ওয়েস্টিন হোটেলের নতুন জেনারেল ম্যানেজার দিলিপ মাধক

ঢাকা: রাজধানীর ওয়েস্টিন হোটেলে নতুন মহাব্যবস্থাপক (জেনারেল ম্যানেজার) হিসেবে কাজে যোগ দিয়েছেন দিলিপ মাধক।

রোববার (২০ মার্চ) হোটেলটির পক্ষ থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।



দ্য ওয়েস্টিন ঢাকায় যোগদানের আগে দিলিপ মাধক শেরাটন দালিয়াং শিং হাই হোটেলের জেনারেল ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া চীনে শেরাটন ইয়ানতাই গোল্ডেন বিচ রিসর্টেরও জেনারেল ম্যানেজার হিসেবে কাজ করেছেন তিনি। তার কর্মকালেই ২০১৩ সালে উত্তর চীনে ৪০টি স্টারউড হোটেলের মধ্যে সেরা হোটেল নির্বাচিত হয় শেরাটন ইয়ানতাই।

শেরাটন চ্যাংঝৌ উজিন হোটেলটির সূচনালগ্নে সফলভাবে নেতৃত্ব দেন দিলিপ মাধক। এ সময় চীনা হোটেল অ্যাসোসিয়েশন তাকে সেরা ১০ জেনারেল ম্যানেজারদের একজন নির্বাচিত করে।

স্টারউড হোটেল ও রিসর্ট প্রতিষ্ঠানের সঙ্গে দিলিপ মাধক কাজ শুরু করেন ২০০০ সালে। এরপর তিনি সাতটি স্টারউড প্রতিষ্ঠানে সফলভাবে দায়িত্ব পালন করেছেন।

বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, মার্চ ২০, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।