ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

৩১ মার্চের পরে হাজারিবাগে ঢুকবে না চামড়া

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৬ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
৩১ মার্চের পরে হাজারিবাগে ঢুকবে না চামড়া

ঢাকা: নদী দূষণ রোধে আগামী ৩১ মার্চের পর থেকে হাজারিবাগে আর কোনো চামড়া ঢুকতে দেওয়া হবে না বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন নৌ-পরিবহন মন্ত্রী শাহাজান খান।

তিনি বলেন, ইতোমধ্যে সাভারে ট্যানারি স্থানান্তর করার জন্য মালিকদের তাগিদ দিয়েছে সরকার।

দেশ ও মানুষ বাঁচাতে হলে নদী দূষণ রোধ করতে হবে।

ট্যানারি শিল্প কারখানার বর্জ্যের কারণে নদীর পানি সবচেয়ে বেশি অর্থাৎ ৩০ শতাংশ দূষিত হয় । তাই ৩১ মার্চের পর থেকে হাজারিবাগে আর কোনো চামড়া ঢুকতে দেওয়া হবে না।

রোববার (২০ মার্চ) দুপুরে নৌ-মন্ত্রণালয়ের সভাকক্ষে বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, বালু, তুরাগ নদী দূষণমুক্ত রাখতে আন্তঃমন্ত্রণালয়ের সভা শেষে এসব কথা বলেন তিনি।

নদী দূষণ রোধে নৌ-বাহিনীকে একটি কর্মপরিকল্পনার ধারণাপত্র তৈরি করার দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী এপ্রিল মাস থেকে তা কার্যকর করা হবে।

সভায় নৌ-যান ও শিল্প কারখানার বর্জ্য নদীতে না ফেলার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, মার্চ ২০, ২০১৬
এসকে/ওএইচ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।