ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আবারও বাংলাদেশ ব্যাংকে সিআইডির প্রতিনিধি দল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৬ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
আবারও বাংলাদেশ ব্যাংকে সিআইডির প্রতিনিধি দল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনা তদন্তে আবারও বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে গেছে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাত সদস্যের একটি প্রতিনিধি দল।

রোববার (২০ মার্চ) দুপুর ২টা ৫০ মিনিটে ব্যাংক কার্যালয়ে প্রবেশ করে দলটি।

কম্পিউটারের ডাটা ইমেজিং পরীক্ষা-নিরীক্ষার জন্য তারা ব্যাংকে প্রবেশ করেছেন বলে জানিয়েছে সিআইডির একটি সূত্র।

এদিকে, তদন্তের খাতিরে এর আগে একাধিকবার বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে গিয়েছিলো সিআইডির প্রতিনিধি দল। এ সময় তারা বিভিন্ন তথ্য সংগ্রহ থেকে শুরু করে কর্মকর্তাদের সঙ্গে বৈঠকেও করেন।

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় তদন্তের স্বার্থে প্রয়োজন মতো তদন্ত টিমের যে কেউ বাংলাদেশ ব্যাংকে যেতে পারেন বলে জানান অর্গান‍াইজড ক্রাইমের বিশেষ পুলিশ সুপার মির্জা আব্দুল্লাহেল বাকী।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে থাকা বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে হ্যাকিংয়ের মাধ্যমে ১০০ মিলিয়ন ডলার বা প্রায় ৮০০ কোটি টাকা চুরি হয়। এর মধ্যে ৮১ মিলিয়ন ডলার ফিলিপাইনের আরবিসি ব্যাংকের একটি শাখার পাঁচটি অ্যাকাউন্টে স্থানান্তরিত হয়েছে। এরপর বাকি অর্থ ফিলিপাইনের ক্যাসিনো হয়ে হংকংয়ে চলে যায়।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, মার্চ ২০, ২০১৬
এমআইকে/আরএইচএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।