ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

জনতা ব্যাংক থেকে দুই কোটি টাকা আত্মসা‍ৎ

শাহেদ ইরশাদ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৪ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
জনতা ব্যাংক থেকে দুই কোটি টাকা আত্মসা‍ৎ

ঢাকা: রাষ্ট্রীয় মালিকানাধীন জনতা ব্যাংকের লোকাল অফিস থেকে প্রায় দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (২১ মার্চ) রাতে ব্যাংকের লোকাল অফিসের মহাব্যবস্থাপক ফরজ আলী বাংলানিউজকে এ তথ্য জানান।



তিনি বলেন, এফডিআর’র হিসাবে গড়মিল হওয়ায় দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা সিনিয়র অফিসার রাজীব হাসান ও তার সহকারী কামরুজ্জামানকে রোববার (২০ মার্চ) বিকেলে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমে অস্বীকৃতি জানালেও, পরে টাকা আত্মসাতের কথা স্বীকার করেন তারা। আইনি পদক্ষেপ নেওয়ার জন্য রোববার রাজধানীর মতিঝিল লোকাল অফিসেই সারারাত তাদের আটকে রাখা হয়। সোমবার তারা কিছু টাকা ফেরতও দেন।

সূত্র জানায়, ওই দুই কর্মকর্তা বিভিন্ন গ্রাহেকের এফডিআর’র টাকা দেওয়ার সময় নিজেরাও কয়েকটি ভুয়া হিসাবে খুলে প্রায় দুই কোটি টাকা আত্মসাৎ করে। সম্প্রতি টাকার গড়মিল পাওয়ায় তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।

বাংলাদেশ সময়: ২৩০৯ ঘণ্টা, মার্চ ২১, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।