ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

তদন্ত কাজ এগিয়ে নিতে সাংবাদিকদের সহায়তা প্রত্যাশা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৯ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৬
তদন্ত কাজ এগিয়ে নিতে সাংবাদিকদের সহায়তা প্রত্যাশা

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় তিন সদস্যে তদন্ত কমিটির প্রধান ও ব্যাংকটির সাবেক গভর্নর‍ ড. ফরাস উদ্দিন সাংবাদিকদের উদ্দেশ্যে বলেছেন, ‘আপনারা সহযোগিতা করেন, আপনাদের সহায়তায় তদন্ত কাজ অনেক দূর এগিয়ে যাবে। ’

মঙ্গলবার (২২ মার্চ) রাজধানীর মতিঝিল বাংলাদেশ ব্যাংকে তদন্ত কাজ শুরু করতে এসে তিনি এ কথা বলেন।



পূর্ব ঘোষণা অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ থেকে টাকা চুরির ঘটনায় গঠিত তদন্ত কমিটি মঙ্গলবার (২২ মার্চ) থেকে শুরু করার কথা। সে লক্ষ্যে ফরাস উদ্দিন বাংলাদেশ ব্যাংকে আসেন। এজন্য ব্যাংকে একটি কক্ষও প্রস্তুত করা হয়েছে। তাকে সহযোগিতা করবে একজন সচিব ও একজন ডাটা এন্ট্রি অপারেটর।

কমিটির অপর দুই সদস্য হলেন বুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. কায়কোবাদ এবং অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব গকুল চাঁদ দাস।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
এসই/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।