ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ফেনীতে মাসব্যাপী শিল্প-বাণিজ্য মেলার উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৯ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৬
ফেনীতে মাসব্যাপী শিল্প-বাণিজ্য মেলার উদ্বোধন

ফেনী: ফেনীতে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা শুরু হয়েছে।

মঙ্গলবার (২২ মার্চ) বিকেলে শহরের ওয়াপদা মাঠে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফেনী জেলা প্রশাসক আমিন উল আহসান।



মেলার আয়োজক শহীদুল ইসলাম খান পিন্টুর পরিচালনায় ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমীর হোসেন বাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার রেজাউল হক, ফেনী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী কোহিনুর আলম।

এসময় উপস্থিত ছিলেন ফেনীর পৌরসভার মহিলা কাউন্সিলর ফেরদৌস আরা বেগম, মেলা পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক এসজে আলম প্রমখ।

মেলায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে মোট ৮৪টি ব্যবসা প্রতিষ্ঠান অংশ গ্রহণ করে। এতে রয়েছে পোশাক, প্রসাধনী, ইলেকট্রনিক্সসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যের স্টল। মেলাকে ঘিরে শহরে তৈরি হয়েছে উৎসব মুখর পরিবেশ। প্রথমদিনই মেলায় ব্যাপক দর্শনার্থীর ভীড় লক্ষ্য করা যায়। মেলার সার্বিক আয়োজন করেছে গ্লোবাল লিংক ইভেন্ট ম্যানেজমেন্ট।

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।