ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৮ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৬
বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

বেনাপোল (যশোর): ভারতে হোলি উৎসবের ছুটির কারণে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল বন্দরের সঙ্গে ভারতের পেট্রাপোল বন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। স্বাভাবিক রয়েছে দু’দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত।



তবে বেনাপোল স্থলবন্দর ও কাস্টমস অফিস খোলা ও সেখানে আমদানি পণ্য খালাসের কার্যক্রম চলছে।

বুধবার(২৩ মার্চ ) সকাল থেকেই এ পথে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।

বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা নজরুল ইসলাম বাংলানিউজকে জানান, ভারতে হোলি উৎসবের ছুটির জন্য বুধবার সকাল থেকে ভারতের সঙ্গে পণ্য আমদানি-রপ্তানি হচ্ছেনা। তবে বাংলাদেশে এদিন কোন সরকারি ছুটি না থাকায় বেনাপোল বন্দর ও কাস্টমসে পণ্য খালাস কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, এ পথে ভারত থেকে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও দু’দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী চলাচল করছে।

পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, দোল পূর্ণিমা একটি বৈষ্ণব উৎসব। বসন্তের এ উৎসবটি হোলি নামে পরিচিত। অশুভ শক্তির বিনাশ হিসেবে হোলি উৎসব হয়ে থাকে। এ উৎসবের কারণে  আমদানি-রপ্তানি সংক্রান্ত কাজকর্মের সঙ্গে জড়িত সিঅ্যান্ডএফ মালিক, কর্মচারী, হ্যান্ডলিং শ্রমিক, ট্রাক চালকরা নিজ নিজ এলাকায় গেছেন। এ কারণে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে।

বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ট্রাফিক পরিচালক) নিতাই চন্দ্র সেন জানান, বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় এ পথে স্বাভাবিক নিয়মে দু-দেশের মধ্যে আমদানি-রফতানি শুরু হবে।  

বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।