ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

পুন:নিয়োগ পেয়েছেন এসবিএসি ব্যাংকের এমডি

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৬ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৬
পুন:নিয়োগ পেয়েছেন এসবিএসি ব্যাংকের এমডি

ঢাকা: সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে পুনরায় নিয়োগ পেয়েছেন মো. রফিকুল ইসলাম। তিনি ২০১৩ সালের ১ এপ্রিল থেকে এসবিএসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।



এসবিএসি ব্যাংকে যোগদানের আগে তিনি আল-আরাফা ইসলামী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষে ১৯৭৭ সালে ব্যাংকার্স রিক্রুটমেন্ট কমিটির (বিআরসি) মাধ্যমে রফিকুল ইসলাম পূবালী ব্যাংকে প্রবেশনারি কর্মকর্তা হিসেবে ব্যাংকিং পেশা শুরু করেন মো. রফিকুল ইসলাম। ৩৯ বছরের ব্যাংকিং পেশায় তিনি পূবালী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, প্রাইম ব্যাংক, যমুনা ব্যাংক ও আল-আরাফা ইসলামী ব্যাংকের  শাখা ব্যবস্থাপক ও প্রধান কার্যালয়ের গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব পালন করেন। পেশাগত উৎকর্ষতায় তিনি দেশে ও বিদেশে ব্যাংকিং  বিষয়ে একাধিক প্রশিক্ষণ নেন।      

বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৬
এসই/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।