ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সিটি ব্যাংকের ইজিএম অনুষ্ঠিত

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫০ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৬
সিটি ব্যাংকের ইজিএম অনুষ্ঠিত

ঢাকা: সিটি ব্যাংক লিমিটেডের বিশেষ সাধারণ সভা (ইজিএম) গাজীপুরের ভাওয়াল রিসোর্টে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান রুবেল আজিজ।



পরিচালক দীন মোহাম্মদ, রাজিবুল হক চৌধুরী, হোসেন মেহমুদ এবং ব্যবস্থাপনা পরিচালক সোহেল আর কে হুসেইনসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার সভায় অংশ নেন।
 
ব্যাংকের চেয়ারম্যান রুবেল আজিজ তার স্বাগত বক্তব্যে বলেন, ইন্টারন্যাশনাল ফাইনান্স করপোরেশনের (আইএফসি) সঙ্গে সিটি ব্যাংকের এ অংশীদারিত্ব ব্যাংককে আরো শক্তিশালী করে তুলবে।

এ সম্পর্ক পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগকারীদের আরো বেশি আত্মবিশ্বাসী ও ভবিষ্যত প্রবৃদ্ধি অর্জনে সহায়ক ভূমিকা পালন করবে বলে মনে করেন তিনি।
 
বিশেষ সাধারণ সভায় আইএফসি কর্তৃক সিটি ব্যাংকের ৫ শতাংশ শেয়ারে বিনিয়োগ এবং ২ কোটি মার্কিন ডলার সমপরিমাণ সাধারণ শেয়ারে রুপান্তরযোগ্য ঋণ সুবিধা উপস্থিত শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদন হয়।

বাংলাদেশ সময়: ০৮৩২ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৬
জেডএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।