ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বিক্রি হচ্ছে মেয়াদোত্তীর্ণ প্রাণ মিষ্টি দই!

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৪ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৬
বিক্রি হচ্ছে মেয়াদোত্তীর্ণ প্রাণ মিষ্টি দই! অভিযোগকারী মেয়াদোত্তীর্ণ প্রাণ মিষ্টি দইয়ের প্যাকেটের ছবি তুলেও পাঠিয়েছেন।

ঢাকা: মেয়াদোত্তীর্ণ প্রাণ মিষ্টি দই বিক্রি হচ্ছে বাজারে। এ নিয়ে অভিযোগ করার পর কোনো সদ্যুত্তর মিলছে না, বরং দই বদল করে নেওয়ার প্রস্তাব দেওয়া হচ্ছে কর্তৃপক্ষের তরফ থেকে।



শনিবার (২৩ এপ্রিল) এমনই একটি অভিযোগ এসেছে বাংলানিউজে। অভিযোগকারী মেয়াদোত্তীর্ণ প্রাণ মিষ্টি দইয়ের প্যাকেটের ছবি তুলেও পাঠিয়েছেন।

অভিযোগকারী জানান, শনিবার রাজধানীর নিকুঞ্জ ২ এ ডেইলি শপিংয়ের আউটলেট থেকে ৭টি প্রাণ মিষ্টি দই (কাপ) কেনেন তিনি। এই ৭ কাপের মধ্যে দেখা যায় ৬টির মেয়াদই পেরিয়ে গেছে ১৯ এপ্রিল। বাকিটার মেয়াদ পেরোবে ২৫ এপ্রিল। পরে যখন স্বাদ পরীক্ষা করা হলো, তখনও অস্বাভাবিক লাগলো তা।

এরপর শপিংয়ের ফ্রিজে দেখা যায়, সেখানে এমন আরও কিছু কাপ রয়েছে যেগুলোর গায়ে মেয়াদ পেরোনোর তারিখ লেখা রয়েছে ২৫ এপ্রিল। সেখানে একটি কাপও নেই যার মেয়াদ ১৯ এপ্রিল পেরিয়ে গেছে।

অভিযোগকারী বলেন, এ থেকে বোঝা যায়, মেয়াদোত্তীর্ণ প্রাণ মিষ্টি দইয়ের কাপগুলো আমাদের ইচ্ছাকৃতভাবেই দেওয়া হয়েছে। বিষয়টি অভিযোগ আকারে বলার পর তারা আমাদের কোনো সদ্যুত্তর দিতে পারেনি। উপরন্তু কাপ বদলে নেওয়ার প্রস্তাব দিয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণও করেন ওই অভিযোগকারী।

বাংলাদেশ সময়: ২২২৩ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।