ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সিলেট মুরারি চাঁদ কলেজ-রূপালী ব্যাংকের চুক্তি সই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৬
সিলেট মুরারি চাঁদ কলেজ-রূপালী ব্যাংকের চুক্তি সই

সিলেট: সিলেট মুরারি চাঁদ কলেজ ও রূপালী ব্যাংক শিওরক্যাশ মোবাইল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর হয়েছে।  

মঙ্গলবার (২৬ এপ্রিল)কলেজ অধ্যক্ষ প্রফেসর নিতাই চন্দ্র চন্দ ও রূপালী ব্যাংক সিলেট ডিভিশনের জেনারেল ম্যানেজার মোহাম্মদ আব্দল মতিন এ চুক্তি স্বাক্ষর করেন।

 

এই চুক্তির আওতায় কলেজের ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা মোবাইল ফোনের মাধ্যমে ঘরে বসেই বেতন ও অন্যান্য খরচাদি পরিশোধ করতে পারবেন।

এসময় উপস্থিত ছিলেন- কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর হায়াতুল ইসলাম আকুঞ্জি, ব্যাংকের সিলেট জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মাদ শহীদ উল্লাহ সরকার, সহকারী জেনারেল ম্যানেজার মোহাম্মাদ ফজলুল হক এবং শিওরক্যাশের সেলস বিভাগের প্রধান এসএম সালাউদ্দিন প্রমুখ।  

বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৬
এনইউ/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।